পুবের কলম, ওয়েবডেস্কঃ করোনা আবহে ব্যাঙ্গালুরু থেকে কলকাতায় সপ্তাহের তিনদিন আন্তঃদেশীয় বিমান চলাচলের নির্দেশিকা জারি করল কলকাতা বিমানবন্দর। এই নির্দেশিকা অনুযায়ী, সোমবার, বুধ ও শুক্রবার এই বিমান ওঠা-নামা করবে। যাত্রীদের এই ব্যাপারে বিস্তারিত জানার জন্য পরবর্তী নির্দেশিকা জেনে নিতে বলা হয়েছে।
অন্যদিকে কলকাতা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে উড়ান চলাচলে অনুমতি দেওয়া হয়েছ। যাত্রীদের বাধ্যতামূলক আরটি-পিসিআর টেস্ট। ৪৮ ঘন্টা আগে করানো করোনা রিপোর্ট-ই একমাত্র বৈধতা পাবে। ১ ফেব্রুয়ারি থেকে এই নিয়ম জারি থাকবে।
করোনা ও ওমিক্রনের দাপট ক্রমশই বেড়েছে ব্যাঙ্গালুরুতে। এই পরিস্থিতিতে দেশ ও বিদেশের অন্যত্র বিমান চলাচলে শিথিলতা আনলেও ব্যাঙ্গালুরু থেকে কলকাতাগামী বিমানে কড়াকড়ি করে রাজ্য সরকার। সরকারের তরফ থেকে জানানো হয়েছে, ব্যাঙ্গালুরু থেকে কলকাতায় আসা বিমানযাত্রীদের আরটি-পিসিআর টেস্ট বাধ্যতামূলক। ৭২ ঘন্টা আগে করানো রিপোর্টই বৈধ বলে গণ্য হবে।