কলকাতাThursday, 3 October 2024
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

ধর্ষণের বিরুদ্ধে কড়া আইন আনতে কেন্দ্রকে ডেডলাইন অভিষেকের

mtik
October 3, 2024 6:31 pm
Link Copied!

পুবের কলম প্রতিবেদকঃ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে অনুষ্ঠানের মঞ্চ থেকেই আর জি কর কাণ্ডের সূত্র ধরে সিবিআই-এর ব্যর্থতা নিয়ে বুধবার সরব হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে বিজেপি শাসিত রাজ্যে গত ১০ বছরে মহিলাদের বিরুদ্ধে ঘটে অন্যায়-অত্যাচারের পরিসংখ্যান তুলে ধরে ধর্ষণ রুখতে কড়া আইন আনার দাবি করলেন কেন্দ্রের কাছে। এমনকী কেন্দ্র আগামী ৪ মাসের মধ্যে এই আইন না আনলে একশো দিনের কাজের টাকা আদায়ের মতোই ফের দিল্লিতে গিয়ে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিলেন। অভিষেক এদিন চ্যালেঞ্জ ছুঁড়ে জানান, কেন্দ্র আইন না আনতে চাইলে এই আইনের জন্য সংসদে প্রাইভেট মেম্বার বিল আনবেন।

বুধবার কলকাতায় বিজেপির ডাকা বনধের দিনেই মেয়ো রোডে গান্ধি মূর্তির পাদদেশে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে রেকর্ড ভিড় হয়। এই অনুষ্ঠানেই উন্নাও, হাথরাস, কাঠুয়া, মণিপুর, বদলপুরের প্রসঙ্গ তোলেন। দেশের ‘ডবল ইঞ্জিন’ সরকারের রাজ্যে ঘটে চলা মহিলাদের সঙ্গে ঘটে চলা অন্যায় এবং অত্যাচারের প্রসঙ্গ টানেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরিসংখ্যান দিয়ে বলেন,গত দশ বছরে উত্তরপ্রদেশে ৪১,৭৩৩, মধ্যপ্রদেশে ৩৬,১৪৪, রাজস্থানে ২৮,০০০ এবং মহারাষ্ট্রে ২৫,০০০ -এর মতো মহিলাদের শ্লীলতাহানির ঘটনা ঘটেছে।