পুবের কলম প্রতিবেদক: প্রজাতন্ত্র দিবসে নেতাজির ট্যাবলো বিতর্ক যেন থেমেও থামছে না। রাজ্য সরকারের বক্তব্য, কেন্দ্রের এহেন আচরণে বাংলাকে অপমান করা হয়েছে। এর পরেই কলকাতায় প্রজাতন্ত্র দিবস উদযাপন করার সময় নেতাজি সুভাষ চন্দ্র বসুর অনুরূপ একটি ট্যাবলো রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বুধবার কলকাতার মহানাগরিক তথা মন্ত্রী ফিরহাদ হাকিমের বক্তব্যেও সেই কথা আবারও উঠে আসে। কেন্দ্রের বিরুদ্ধে তাঁর অভিযোগ, নেতাজির নামকে কলঙ্কিত করার চেষ্টা করছে। তিনি বলেন, ‘নেতাজি নিয়ে রাজনীতি কিসের? নেতাজি সম্পর্কে যদি সত্যিই শ্রদ্ধা থাকে তাহলে নেতাজির জীবন, স্বাধীনতা সংগ্রামের ট্যাবলো সেটিকে অনুমতি দিতে বাধা কোথায়? এটিতো কোনও তৃণমূল কংগ্রেস লেখা ট্যাবলো নয়। এর মধ্যে রাজনীতি কী করে আসে! সারা বিশ্বের লোকের কাছে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে নেতাজির সম্পর্কে ভারতীয়দের ধারণা, সচেতনতা দেখানো যেত। যদি রাজনীতি কেউ করে থাকে, তা বিজেপি করছে। নেতাজির নামকে কলঙ্ক করার চেষ্টা করছে।’