পুবের কলম, ওয়েবডেস্কঃ গুরুতর অসুস্থ গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় (Sandhya Mukhopadhyay)। গ্রিন করিডর করে নিয়ে যাওয়া হচ্ছে SSKM। হাসপাতালের উডবার্ন ওয়ার্ডের সামনে চরম ব্যস্ততা।
লেক গার্ডেন্স-এর বাড়ি থেকে নিয়ে আসা হবে। বৃহস্পতিবার রাত থেকে গুরুতর অসুস্থ হয়ে পড়েন সন্ধ্যা মুখোপাধ্যায়। ফুসফুসে সংক্রমণ ছিল তাঁর। কয়েকদিন আগেই বাথরুমে পড়ে যান তিনি। সম্প্রতি কেন্দ্রের তরফ থেকে ‘পদ্মশ্রী’ পুরস্কার দেওয়ার জন্য সন্ধ্যা মুখোপাধ্যায় কে ফোন করা হয়। সেই পুরস্কারের প্রস্তাব নাকচ করে দেন তিনি।
সূত্রের খবর, সেই ঘটনা নিয়ে টেলিফোনে একাধিক জনের সঙ্গে কথা বলেন তিনি। তার পর থেকেই আরও অসুস্থ হয়ে পড়েন বলে খবর। জানা গেছে, এই মুহূর্তে গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের জ্বর ও হালকা শ্বাসকষ্ট রয়েছে। তাঁর আরটিপিসিআর টেস্ট করানো হয়েছে।
SSKM-এর উডবার্ন ওয়ার্ডে ভর্তি করা হবে তাঁকে। সেখানে ইতিমধ্যেই জোর তৎপরতা শুরু করা হয়েছে। হাসপাতালে চিকিৎসকদের টিম গঠন করা হয়েছে। সন্ধ্যা মুখোপাধ্যায়ের পরিবারের লোক অন্য একটি গাড়িতে হাসপাতালের দিকে রওনা দিয়েছে।
সূত্রের খবর, যে কোনও মুহূর্তেই হাসপাতালে শিল্পীকে দেখতে হাসপাতালে আসতে পারেন মুখ্যমন্ত্রী।
(বিস্তারিত আসছে)