পুবের কলম প্রতিবেদকঃ বৃষ্টির স্যাঁতস্যাঁতে ভাব কাটিয়ে সামনের সপ্তাহতেই ফিরতে চলেছে শীতের আমেজ। আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গের তাপমাত্রা দুই থেকে পাঁচ ডিগ্রি কমবে। ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত হতে পারে পারদ পতন। আজ বুধবার কলকাতার তাপমাত্রা ১৫ ডিগ্রির আশেপাশে থাকবে। কমবে রাতের তাপমাত্রা।আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার দক্ষিণবঙ্গে কুয়াশার দাপট থাকবে সকালবেলা।
সারাদিন আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই। তবে দক্ষিণবঙ্গের উপকূলের জেলাতে হালকা বৃষ্টি হতে পারে। বুধবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা– পূর্ব মেদিনীপুর– নদিয়া– মুর্শিদাবাদে হালকা বৃষ্টি হতে পারে। অন্যদিকে– উত্তরবঙ্গেও কমবে তাপমাত্রা। উত্তরবঙ্গে দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি জেলাতে রাতে হালকা বৃষ্টি হবে। দার্জিলিং– সিকিমের উঁচু অংশে তুষারপাত হতে পারে। বৃহস্পতিবারের পর থেকে উত্তরবঙ্গে বৃষ্টি কমে যাবে।মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.০৬ ডিগ্রি সেলসিয়াস। এদিন হালকা বৃষ্টিপত হয়েছে দক্ষিণবঙ্গের সব জেলায়। মঙ্গলবার উত্তরবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়।