পুবের কলম প্রতিবেদকঃ স্কুলে গিয়ে ১৫ থেকে ১৮ বছর বয়সীদের টিকাকরণ শুরু করেছিল রাজ্য সরকার। কিন্তু পুনরায় স্কুল বন্ধ হয়ে যাওয়ায় অনেকে পড়ুয়ারাই টিকাকরণ বাকি থেকে গিয়েছে। এই অবস্থায় তাঁদের টিকাকরণ সম্পন্ন করার জন্য ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরবেন কলকাতা পুরসভার স্বাস্থ্যকর্মীরা। মঙ্গলবার এই সিদ্ধান্তের কথা জানান কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ।
স্কুল বন্ধ হয়ে যাওয়ার পর থেকে পুরসভার তরফে কলকাতার বিভিন্ন কোভ্যাকসিন সেন্টারে ১৫ থেকে ১৮ বছর বয়সীদের করোনার টিকা দেওয়া হচ্ছে। কিন্তু তারপরেও দেখা গিয়েছে এখনও অনেকের করোনা টিকা সম্পন্ন হয়নি। দ্রুত তাঁদের টিকাকরণ সম্পন্ন করতে নতুন কর্মসূচি চালু করছে কলকাতা পুরসভা। এই নিয়ে মঙ্গলবার কলকাতা পুরসভার ১৩ নম্বর বরোতে একটি বৈঠক হয়। সেখানে উপস্থিত ছিলেন কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগের প্রধান– ডেপুটি মেয়র অতীন ঘোষ– বরো চেয়ারম্যান অনিন্দ্য রাউত। বৈঠক শেষে অতীন ঘোষ জানান– ‘১৫ বছর থেকে ১৮ বছরের যে বাচ্চারা রয়েছে– যারা এখনও টিকাকেন্দ্রে গিয়ে টিকা নেয়নি আশাকর্মী– স্বাস্থ্যকর্মীরা তাঁদের বাড়ি বাড়ি যাবেন। জানিয়ে আসবেন– তাদের স্থানীয় টিকাকরণ কেন্দ্র কোথায় আছে– কোথায় গেলে টিকা নিতে পারবে। শুধু স্বাস্থ্যকর্মীরাই নন– আমাদের ভেক্টর কনট্রোলের কর্মীদেরও একই নির্দেশ দেওয়া হয়েছে। তাঁরাও যখন বাড়িতে ভেক্টরের কাজ করতে যাচ্ছেন বা স্যানিটাইজেশনের জন্য যাঁরা যাচ্ছেন তাঁরা বলে দেবেন ১৫ থেকে ১৮ বছরের ছেলে মেয়েরা বাড়ির কাছে কোন সেন্টারে টিকা পাবে।’
একইসঙ্গে অতিরিক্ত ৮টি কোভ্যাকসিনের সেন্টার শুরু করতে চলেছে কলকাতা পুরসভা। মধ্য কলকাতা ও দক্ষিণ কলকাতাতে বেশি মেগা সেন্টার খোলা হচ্ছে। যেহেতু উত্তর কলকাতায় ইতিমধ্যেই অনেক গুলি সেন্টার আছে। এছাড়াও মাইকিংয়ের ওপর েজার দেওয়া হয়েছে। বর্তমানে কলকাতা পুরসভার ৩৭ টি মেগা সেন্টারে টিকাকরণ চলছে।