পুবের কলম, ওয়েব
ডেস্কঃ আরজি কর কাণ্ড ঘিরে প্রতিবাদ আন্দোলণে উত্তাল রাজ্য। এই পরিস্থিতি অনেক
ক্ষেত্রে বিতর্কিত মন্তব্য করে বসছেন রাজ্যের শাসক দলের জনপ্রতিনিধি-সহ
পদাধিকারিরা। যা দলের ক্ষতিই করছে। এই পরিস্থিতিতে নেতা কর্মীদের ‘কু’ কথায় লাগাম
টানতে সাবধান করলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সোমবার রাতে নিজের
এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন অভিষেক। তাতেই সবাইকে সতর্ক করেছেন তিনি। লিখেছেন,
‘দলীয় গণ্ডি ছাড়িয়ে
জনপ্রতিনিধিদের আরও নম্র এবং সহানুভূতিশীল হতে হবে। আমি তৃণমূলের সকলকে অনুরোধ
করছি চিকিৎসক বা নাগরিক সমাজের উদ্দেশে কটূ কথা বলা বন্ধ করুন। প্রত্যেকেরই
প্রতিবাদ করার এবং নিজের মত প্রকাশের স্বাধীনতা রয়েছে। এটাই পশ্চিমবঙ্গকে অন্যান্য
বিজেপি শাসিত রাজ্য থেকে আলাদা করেছে। আমরা বুলডোজার মডেল এবং রাজনৈতিক নিপীড়ণের
কৌশলের বিরুদ্ধে আন্তরিক ভাবে লড়াই করেছি।‘
সমাজমাধ্যমে তিনি
আরজি কর কাণ্ডের উল্লেখ করে লিখেছেন, ‘এই ধরনের ভয়াবহ ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়,
তা নিশ্চিত করতে পদক্ষেপ করার এখনই সময়। বাংলাকে অবশ্যই এই
লড়াইয়ে ঐক্যবদ্ধ ভাবে দাঁড়াতে হবে এবং যতক্ষণ না অপরাধীদের শাস্তি হয়. এবং
রাজ্য-কেন্দ্র সরকার উভয়ের দ্বারা কড়া ধর্ষণ-বিরোধী আইন প্রণয়ন করা হয় ততক্ষণ
পর্যন্ত থামবে না।‘
প্রসঙ্গত,
দলের সাংসদ-বিধায়ক, এমনকী কাউন্সিলররাও যেভাবে বিভিন্ন এলাকায় প্রতিবাদ মঞ্চে
দাঁড়িয়ে নাগরিক আন্দোলনের বিরুদ্ধে বিষোদ্গার করছেন,
আন্দোলনকারীদের উদ্দেশে কুকথা বলছেন তাতে বেজায় অস্বস্তিতে
তৃণমূল কংগ্রেস।