কলকাতাThursday, 3 October 2024
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

বিধানসভায় ধর্ষণবিরোধী 'অপরাজিতা উইমেন অ্যান্ড চাইল্ড বিল ২০২৪' পেশ হল বিধানসভায়

mtik
October 3, 2024 6:31 pm
Link Copied!

পুবের কলম, ওয়েবডেস্ক: পুবের কলম, ওয়েবডেস্ক:
ধর্ষণ বিরোধী পেশ হল বিধানসভায়। নয়া এই
বিলের নাম হল অপরাজিতা উইমেন অ্যান্ড চাইল্ড বিল ২০২৪। ভারতীয় ন্যায় সংহিতা ও
ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতায় যৌন নির্যাতন
, ধর্ষণ ও গণধর্ষণ সংক্রান্ত যে আইন রয়েছে, বাংলার ক্ষেত্রে, সেই আইনে কিছু সংশোধনী আনার প্রস্তাব রয়েছে এই বিলে।

ধর্ষণের সাজা ফাঁসিএবং দ্রুত বিচার
নিশ্চিত করতে মঙ্গলবার বিধানসভায় পেশ হল
দি অপরাজিতা উইমেন
অ্যান্ড চাইল্ড(ওয়েস্ট বেঙ্গল ক্রিমিনাল লজ অ্যামেন্ডমেন্ট) বিল
, ২০২৪ পেশ করেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। 


মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় বক্তব্য পেশ করতে
গিয়ে বলেন,
রাজ্যের আইন আনার অধিকার আছে। সংবিধান সেই
অধিকার দিয়েছে। নতুন বিলে তিনটে তাৎপর্য আছে। বর্ধিত শাস্তি
, ন্যায় বিচার, দ্রুত শাস্তি।


মমতা বন্দ্যোপাধ্যায়  বলেননির্যাতিতা
মেয়েটির জন্য আমি শোকজ্ঞাপন করছি। তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আমি
পরিবারের কাছে রবিবার পর্যন্ত সময় চেয়েছিলাম। পুলিশকে বলেছিলাম ফাস্ট ট্র্যাক
কোর্টে আবেদন জানাতে। কিন্তু হাইকোর্ট এই তদন্ত ভার সিবিআইয়ের হাতে দিয়ে দিল। আমার
সেখানে কোনও আপত্তি নেই
,
কারুই থাকার কথা নয়।  আমরা চাই দ্রুত বিচার করুন সিবিআই। দোষীদের
ফাঁসি দিক সিবিআই।


মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেনঅপরাজিতা  উইমেন অ্যান্ড চাইল্ড একটি ঐতিহাসিক বিল। এই
বিলে দোষীদের কঠোর শাস্তির দেওয়ার কথা আমি বলেছি। ধর্ষণ মানবতার বিরুদ্ধে একটি
অভিশাপ। যে সমাজে মেয়েরা ভালো থাকে না
, সেই সমাজ কোনওদিন ভালো থাকতে পারে না। এই বিল মেয়েদের অধিকার রক্ষার
লড়াইয়ের বিল। মেয়েদের অধিকার রক্ষার লড়াইয়ে ৩ সেপ্টেম্বর একটি ঐতিহাসিক দিন।