পুবের কলম ওয়েব ডেস্ক : পাকিস্তানের মাটিতে ঐতিহাসিক টেস্ট সিরিজ জিতল বাংলাদেশ। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্ট জয়ের পরে দ্বিতীয় টেস্টেও জিতে পাকিস্তানকে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ। পাকিস্তানের মাটিতে এই প্রথম টেস্ট সিরিজ জিতল টাইগাররা। দ্বিতীয় টেস্টে বাংলাদেশ জয় পেল ৬ উইকেটে।
দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ৪ উইকেটে ১৮৫ রান তুলে ম্যাচ ও সিরিজের ফয়সালা করে দিল। এই পর্বে দলের পক্ষে সর্বোচ্চ রান করেন ওপেনার জাকির হাসান।তিনি ৪০ রান করেন। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সংগ্রহ ৩৮। শেষে মুশফিকুর রহিম ২২ রানে এবং শাকিব আল হাসান ২১ রানে অপরাজিত থাকেন। পাকিস্তানের পক্ষে মীর হামজা, খুরাম সেহজাদ এবং আগা সলমন একটি করে উইকেট পেয়েছেন। প্রসঙ্গত, এই টেস্টের প্রথম ইনিংসে পাকিস্তানের ২৭৪ রানের জবাবে বাংলাদেশ ২৬২ রান সংগ্রহ করে। দ্বিতীয় ইনিংসে শান মাসুদ ব্রিগেড ১৭২ রানে অল আউট হয়ে যায়।