পুবের কলম প্রতিবেদকঃ কলকাতা পুরসভায় করোনা আক্রান্ত একাধিক কর্মী– আধিকারিক। এই পরিস্থিতিতে এবার স্থান বদল হল মেয়র পরিষদের বৈঠকের। আগামী ২১ জানুয়ারি পুরসাভার মেয়র পরিষদের বৈঠক। এই প্রথম সেই বৈঠক হবে ময়দানে কলকাতা পুরসভার টেন্টে। এই বিষয়ে ইতিমধ্যে সমস্ত মেয়র পরিষদদের চিঠি দেওয়া হয়েছে। করোনা পরিস্তিতিকে মাথা রেখে এই সিদ্ধান্ত পুর কর্তৃপক্ষের।
কিছুদিন আগেই কলকাতা পুর কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয়– সামনে পুরসভার যে মাসিক অধিবেশন রয়েছে তা বদ্ধ ঘরের মধ্যে হবে না। ঠিক হয় আগামী ২৮ তারিখ এই অধিবেশন বসবে টাউন হলে। সেই উপলক্ষে সোমবার টাউনহল পরিদর্শনেও যান মেয়র ফিরহাদ হাকিম। তবে আগে ২১ জানুয়ারি রয়েছে পুরসাভার মেয়র পরিষদের বৈঠক। একইভাবে সেই বৈঠকের স্থানও নিয়েছে পুর কর্তৃপক্ষ। এতদিন এই সকল বৈঠক আয়োজিত হতো কলকাতা পুরসভার অধিবেশন কক্ষে। কলকাতার পুরসভার ইতিহাসে এই প্রথম অধিবেশন ও মেয়র পারিষদের বৈঠকের স্থান বদল করা হল।
পুর সূত্রে খবর– কলকাতা পুরসভায় ইতিমধ্যেই কর্মী– আধিকারিক মিলিয়ে আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়েছে। সবচেয়ে খারাপ অবস্থা স্বাস্থ্য ও জঞ্জাল সাফাই বিভাগে। মূলত মেয়র শপথ অনুষ্ঠানের পরই একে একে আক্রান্ত হতে থাকেন সকলে। অনেকেই মনে করছেন অনুষ্ঠানের ভিড় থেকেই পুরসভার অন্দরে হাঠৎ করেই করোনার এই বাড়বাড়ন্ত শুরু হয়। তাই সেদিনের থেকে শিক্ষা নিয়েই আর ঝুঁকি নিয়ে চাইছে না পুর কর্তৃপক্ষ। এরপরেই সমস্ত বৈঠক অধিবেশন বাইরে বড়ো জায়গায় আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।