পুবের কলম প্রতিবেদকঃ শিক্ষকরা হলেন সমাজের মেরুদণ্ড। তাঁরা আমাদের পথপ্রদর্শক হয়ে জীবন এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা দেন। বুধবার শিক্ষক দিবস উপলক্ষে এক্স হ্যান্ডেলে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাধীন ভারতের প্রথম উপ-রাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি ড. সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনটিকে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। এদিন রাধাকৃষ্ণনের জন্মদিনে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এক্স হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন শিক্ষক দিবস উপলক্ষে মহান পণ্ডিত এবং ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি ড. এস রাধাকৃষ্ণানের জন্মবার্ষিকীতে আমি বিনয়ের সঙ্গে তাঁর মহান উত্তরাধিকারকে স্মরণ করি এবং একই সঙ্গে আমাদের সমগ্র শিক্ষক সম্প্রদায়ের প্রতি আমার গভীর শ্রদ্ধা জানাই। আমাদের শিক্ষকরা আমাদের অনুপ্রেরণা এবং শক্তির স্তম্ভ। তাঁরা আমাদের সমাজের মেরুদণ্ড। আমাদের জীবনের গঠনমূলক সময়ে এমনকী পরবর্তীকালেও আমাদের গাইড করার জন্য আমরা শিক্ষকদের কাছে সর্বদা কৃতজ্ঞ থাকব। আমাদের বাবা-মা ছাড়াও তাঁরাই একমাত্র যাঁদের সামনে আমরা শ্রদ্ধায় মাথা নত করি। একই সঙ্গে এই বিশেষ দিনে সমস্ত শিক্ষকক, ছাত্র এবং অশিক্ষক কর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।