নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর: এলজিবিটিকিউ সম্প্রদায়গুলির অধিকার রক্ষায় পদক্ষেপ নেওয়ার জন্য জনসাধারণের কাছে পরামর্শের আহ্বান জানালো কেন্দ্রের ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রক।
সমকামী, উভকামী এবং ট্রান্সজেন্ডার (এলজিবিটিকিউ) সম্প্রদায়ের সঙ্গে সম্পর্কিত নীতির অন্তর্ভুক্তি ও কার্যকারিতা নিশ্চিত করতে এই পরামর্শ চেয়েছে মন্ত্রক। ২০২৪ সালের জুলাইতে কেন্দ্রীয় মন্ত্রকের সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন বিভাগ এবং রাজ্য সরকারগুলির প্রতিনিধিদের একত্রিত করে এলজিবিটিকিউদের বিষয়ে একটি আলোচনা করেছে।
২০২৪ সালের মে মাসে রেশন কার্ড ইস্যু করা, বিচ্ছিন্ন ব্যক্তিদের তাদের অংশীদারদের সঙ্গে যৌথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার ক্ষমতা, লিঙ্গ পরিচয় এবং যৌন হয়রানি প্রতিরোধের মতো সমস্যাগুলির সমাধানের জন্য একটি সভা আহ্বান করেছিল।
সরকার কুইয়ার সম্প্রদায়ের মানসিক স্বাস্থ্য, সেইসঙ্গে ইন্টারসেক্স শিশু এবং শিশুদের জন্য চিকিৎসায় হস্তক্ষেপের জন্য অতিরিক্ত নির্দেশিকা নিয়ে কাজ করছে।
সুপ্রিয়া বনাম ইউনিয়ন অফ ইন্ডিয়া মামলায় ২০২৩ সালের অক্টোবরে সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুসরণ করে সরকার সমকামী, উভকামী, ট্রান্সজেন্ডার, কুইয়ার এবং ইন্টারসেক্স (এলজিবিটিকিউআই)সম্প্রদায়ের অধিকার এবং স্বার্থ রক্ষার লক্ষ্যে বেশ কয়েকটি পদক্ষেপ শুরু করেছে।
মন্ত্রণালয় জানিয়েছে সুপ্রিম রায়ের সঙ্গে সম্মতিতে, সরকার মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে একটি উচ্চ-পর্যায়ের কমিটি গঠন করেছে, যাতে কিউয়ার সম্প্রদায়ের জন্য অধিকারের সুযোগ সঠিকভাবে ব্যাখ্যা করা যায়।
এপ্রিলে গঠিত এই কমিটিতে স্বরাষ্ট্র, মহিলা ও শিশু উন্নয়ন এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করা হয়েছে, যার সদস্য আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন বিভাগের সচিব।