বার্লিন, ৫ সেপ্টেম্বর: ব্রিটেনের মতো অভিবাসন প্রত্যাশীদের রুয়ান্ডা পাঠানোর প্রস্তাব উঠেছে জার্মানিতে। জার্মানির অভিবাসন বিষয়ক কমিশনার জোয়াকিম স্ট্যাম্প সম্প্রতি এই প্রস্তাব তুলেছেন। জার্মানিতে গত কয়েক বছর ধরে ভিড় বাড়ছে অভিবাসন প্রত্যাশীদের। এশিয়া, আফ্রিকার পাশাপাশি পূর্ব ইউরোপের বিভিন্ন দেশ থেকে প্রতিদিন শত শত মানুষ সীমান্ত পাড়ি দিয়ে জার্মানিতে ঢোকার চেষ্টা করছেন। জোয়াকিম স্ট্যাম্প বলেন, ‘প্রতি বছর গড়ে ১০ হাজারেরও বেশি মানুষ অবৈধভাবে জার্মানিতে প্রবেশ করছেন। যদি আমরা শীঘ্রই কোনও ব্যবস্থা নিতে না পারি, তাহলে ভবিষ্যতে পরিস্থিতি আরও খারাপ হবে। এই মুহূর্তে তৃতীয় দেশ হিসেবে রুয়ান্ডা ব্যতীত অন্য কোনও বিকল্প সামনে নেই।’ প্রসঙ্গত, ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সরকার ২০২২ সালে রুয়ান্ডার সঙ্গে একটি চুক্তি করেছিল। সেই চুক্তির শর্ত ছিল, ব্রিটেনে আগত অভিবাসন প্রত্যাশীদের রুয়ান্ডার বিশেষ আশ্রয়কেন্দ্রে পাঠানো হবে এবং তার বিনিময়ে ব্রিটিশ সরকার বড় অঙ্কের অর্থ দেবে রুয়ান্ডাকে। চুক্তি সম্পাদনের পর ২০২৩ সাল থেকে অভিবাসন প্রত্যাশীদের রুয়ান্ডায় পাঠানোও শুরু করে ব্রিটেন, তবে ২০২৪ সালের নির্বাচনে লেবার পার্টির জয়ের পর নতুন প্রধানমন্ত্রী কেয়ার স্টার্মার সেই চুক্তি বাতিল করেন।