কলকাতাSunday, 16 January 2022
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

আলিয়ায় এক্সিকিউটিভ কাউন্সিল গঠনের দাবি

mtik
January 16, 2022 8:53 pm
Link Copied!

পুবের কলম প্রতিবেদকঃ এক্সিকিউটিভ কাউন্সিল (ইসি) অর্থাৎ কর্ম সমিতির মেয়াদ শেষ হয়েছে মাস ছয়েক আগেই। সেই কমিটি এখনও গঠন না হওয়ায় আলিয়া বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে কর্তৃপক্ষকে সমস্যায় পড়তে হচ্ছে বলে জানাচ্ছেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের আধিকারিকরা।

কারণ বিশ্ববিদ্যালয়ের সমস্ত কাজে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ইসি’র বৈঠকের মাধ্যমে হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সংশ্লিষ্ট দফতরে একাধিকবার আবেদন জানালেও কোনও উত্তর মেলেনি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।  ১২ এপ্রিল শেষ উপাচার্যের মেয়াদ। তার আগে সার্চ কমিটি গঠন হওয়ার কথা। কিন্তু সেই কাজও এখনও হয়নি।

যদিও এ বিষয়ে সংখ্যালঘু দফতর জানিয়েছে– দ্রুত এই কমিটি গঠন করা হবে। করোনা পরিস্থিতির জন্য কিছু কাজ পিছিয়ে যাচ্ছে।

২০০৭ ইউনিভার্সিটি অ্যাক্ট অনুযায়ী আলিয়া বিশ্ববিদ্যালয়ের ইসি কমিটিতে থাকবেন– উপাচার্য– রেজিস্টার– ডিন– একজন প্রফেসর– একজন অ্যাসোসিয়েট প্রফেসর ও একজন অ্যাসিস্টেন্ট প্রফেসর। তিনজন অন্যান্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য– যা রাজ্যপালের নমিনি। একজন সেক্রেটারি ও একজন ডেপুটি ডিরেক্টর– যিনি সংখ্যালঘু দফতরের নমিনি। রাজ্য সরকারের ফিনান্স দফতরের এক্স-অফিসিও মেম্বার হিসাবে থাকবেন একজন।