পুবের কলম, ওয়েব
ডেস্কঃ আর জি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ-হত্যা মামলার শুনানির নতুন দিনক্ষণ জানাল
সুপ্রিম কোর্ট। আগামী সপ্তাহের প্রথম দিন অর্থাৎ সোমবার,
৯ সেপ্টেম্বর হবে শুনানি। এমনই খবর শীর্ষ আদালত সূত্রে। ৫
সেপ্টেম্বর এই মামলার শুনানি হওয়ার কথা ছিল। তবে প্রধান বিচারপতি না বসায় মামলায় শুনানি
পিছিয়ে যায়। তা নিয়ে ক্ষোভ ছিল আন্দোলনকারীদের মধ্যে। তবে হতাশা সত্ত্বেও
বিচারব্যবস্থার প্রতি আস্থা রেখেছিলেন সকলেই। শুধু
পরবর্তী শুনানি কোনদিন তা-ই জানতে চাইছিলেন সকলে।
বৃহস্পতিবার সেই
ঘোষণাই হল। জানা গিয়েছে, ওইদিন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে মামলার শুনানি হবে। মামলা
শুনবেন আরও দুই বিচারপতি -জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্র। বৃহস্পতিবার
পরিবর্তিত দিনক্ষণ জেনে কিছুটা স্বস্তিতে আন্দোলনকারীরা।
উল্লেখযোগ্য, ৯
সেপ্টেম্বর আর জি করের ঘটনার একমাস পূর্ণ হবে। গত ৯ অগস্ট আরজি করের সেমিনার হল
থেকে উদ্ধার হয় এক ডাক্তারি পড়ুয়ার দেহ। তাঁকে ধর্ষণ ও খুনের অভিযোগ ওঠে।