ভুবনেশ্বর, ৭ সেপ্টেম্বরঃ অগ্নি-৪ ব্যালেস্টিক মিসাইলের সফল উৎক্ষেপণ ভারতের। শুক্রবার ওড়িশার চাঁদিপুরের
ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে উৎক্ষেপণ করা হয় মিসাইলটি। সফল উৎক্ষেপণের পর
প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সব রকম
পরীক্ষায় সম্মানের সঙ্গে উত্তীর্ণ হয়েছে অগ্নি-৪। দেশের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির পথে আরও এক মাইল ফলক
বলেই মনে করা হচ্ছে।
সম্পূর্ণ দেশিয় প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক অগ্নি-৪ মারণাস্ত্রের
বিশেষত্ব হল, এটি একটি মধ্যম পাল্লার, ভূমি থেকে ভূমি
ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এর রেঞ্জ বা পাল্লা হল ৪,০০০ কিলোমিটার। অর্থাৎ, এটি ৪০০০ কিলোমিটার দূরের
লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে। কাজেই, ইসলামাবাদ হোক কিংবা বেজিং, ভারতে বসেই হামলা চালান
যাবে এই শহরগুলিতে। সেই সঙ্গে এটি পারমাণবিক ওয়ারহেড বহন করতেও সক্ষম।
মিসাইলের সফল উৎক্ষেপণের পর সোশাল মিডিয়ায়
প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ‘আজ
ওড়িশার চাঁদিপুরের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে মধ্যম পাল্লার ব্যালিস্টিক
ক্ষেপণাস্ত্র অগ্নি-৪-এর সফল উৎক্ষেপণ করা হল। অত্যাধুনিক এই মিসাইলের কর্মক্ষমতা
ও প্রযুক্তিগত প্যারামিটারের পরীক্ষা সফল হয়েছে। স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ডের
অধীনে এই পরীক্ষা পরিচালিত হয়।’