নয়াদিল্লি, ৮ সেপ্টম্বরঃ রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ থামাতে, শান্তি
আলোচনায় অংশ নিতে চলতি সপ্তাহেই মস্কো সফরে যাচ্ছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা
অজিত দোভাল। সেখানে তিনি রাশিয়ার
প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করবেন এবং চলমান রাশিয়া-ইউক্রেন
যুদ্ধের সমাধানের লক্ষ্যে শান্তি প্রচেষ্টা নিয়ে পুতিনের সঙ্গে আলোচনা করবেন।
আগামী ১০ সেপ্টেম্বর থেকে ১১ সেপ্টেম্বর তাঁর এই সফর চলবে। এই সফরে দোভাল উদীয়মান
দেশগুলোর অর্থনৈতিক জোট ব্রিকস ও এনএসএ বৈঠকে অংশ নেবেন বলেও জানা গেছে।
গত
মাসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেন প্রধানমন্ত্রী
নরেন্দ্র মোদি। কথোপকথনের সময়, প্রধানমন্ত্রী তাঁকে জানিয়েছিলেন
যে ডোভাল তাঁর ইউক্রেন সফরের পরে শান্তি সম্পর্কিত আলোচনা করতে মস্কো সফর করবেন।
সেমত এবার মস্কো সফরে যাচ্ছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা।