পুবের কলম, ওয়েবডেস্কঃ অভিনয়
ছেড়ে রাজনীতিতে
আসার কথা আগেই ঘোষণা করেছিলেন দক্ষিণি সুপারস্টার ‘থালাপতি’ বিজয়। তামিলাগা ভেত্রি কাঝাগাম (TVK) নামে রাজনৈতিক দল গঠন করেন তিনি। এবার টিভিকে স্বীকৃতি দিল জাতীয়
নির্বাচন কমিশন। ভোট ময়দানে রাজনৈতিক দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে অভিনেতার টিভিকে দল।
রবিবার
অনুরাগীদের এই খবর জানালেন থালাপতি বিজয়। এক্স হ্যান্ডলে তিনি লেখেন, “তামিলাগা ভেত্রি কাঝাগামকে
রাজনৈতিক দল হিসেবে রেজিস্ট্রেশনের জন্য চলতি বছরের ২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন
কমিশনের কাছে আবেদন জানানো হয়েছিল। সেই আবেদন মঞ্জুর হয়েছে। রাজনৈতিক দল হিসেবে
ভোটে প্রতিদ্বন্দ্বিতা করার অনুমতি দিয়েছে।“