কিবরিয়া আনসারী: ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ থেকে
কয়েকশো লরি ডিম ও মাংস প্রবেশ করে বাংলায়। ইতিমধ্যে প্রতিবেশী রাজ্য ওড়িশাতে হানা
দিয়েছে বার্ড ফ্লু। ফলে বাংলার জন্যও সংক্রমণে ঝুঁকি রয়েছে। এই পরিস্থিতিতে বার্ড
ফ্লু নিয়ে আগাম সতর্ক হল রাজ্য। সোমবার বাংলার সীমানা সিল করার নির্দেশ দিলেন
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকী রেলের মাধ্যমেও যাতে ওড়িশার মুরগি বাংলায়
প্রবেশ করতে না পারে, তাঁর জন্য রেলের সঙ্গেও মুখ্যসচিবকে বৈঠকের নির্দেশ দিয়েছেন
বাংলার মুখ্যমন্ত্রী।
অভিযোগ, ওড়িশা ও অন্ধ্রের
অসুস্থ মুরগি বাংলায় ঢোকাচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী। যা বাংলার জন্য ঝুঁকির। এদিন মুখ্যমন্ত্রী
উদ্বেগ প্রকাশ করে বলেছেন, “ওখানে অসুখ সেরে
গেলে আমরা ওদের জিনিস নেব। কিন্তু মানুষকে বিপদে ফেলে এটা করতে দেওয়া যায় না।” বার্ড ফ্লু সংক্রমণ নিয়ে বাংলায় এই মুহুর্তে ভয়ের কোনও কারণ
নেই বলে আগেই জানিয়েছে রাজ্য সরকার। তবে কোনও রকম ঝুঁকি নিতে একেবারেই নারাজ
মুখ্যমন্ত্রী। সোমবার নবান্নের সভাঘরে প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, “আমার কাছে খবর এসেছে ওড়িশাতে বার্ড ফ্লু ব্যাপক আকার
নিয়েছে। এই পরিস্থিতিতে মেদিনীপুর, পুরুলিয়া ঝাড়গ্রাম এই সীমানা দিয়ে কিছু ব্যবসায়ী বাংলায়
রোগগ্রস্ত মুরগি নিয়ে আসছেন। ব্যবসাতে আমার আপত্তি নেই। কিন্তু অসুস্থ
মুরগি নিয়ে এসে মানুষের রোগ বাড়াবেন না।”
একইসঙ্গে প্রশাসনিক আধিকারিকদের
উদ্দেশ্যে মমতার কড়া বার্তা, “আমি আধিকারিকদের নির্দেশ দিচ্ছি, সীমান্ত সিল করা হোক যাতে ওখানকার মুরগি বাংলায় না ঢোকে। বার্ড
ফ্লু যতক্ষণ না ঠিক হচ্ছে ততক্ষণ সরকারের সব নির্দেশ মানতে হবে। যদি কেউ অন্যথা
করে সেক্ষেত্রে কড়া ব্যবস্থা নেওয়া হবে। কাউকে রেহাত করা হবে না।” পাশাপাশি রেল পথেও বাংলায় অসুস্থ মুরগি ঢুকতে পারে আশঙ্কা
করে মুখ্যসচিবকে রেলের সঙ্গে একটি বৈঠক করার নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রসঙ্গত, কদিন আগেই ওড়িশা থেকে পোল্ট্রিজাত সামগ্রী বাংলায় আমদানির
ওপর নিষেধাজ্ঞা জারি করে রাজ্য প্রশাসন। ওড়িশায় বার্ড ফ্লু-র সংক্রমণ ছড়িয়ে পড়েছে।
সেই আশঙ্কায় প্রতিবেশী রাজ্য থেকে পোল্ট্রিজাত সামগ্রী বাংলায় ঢুকতে না দেওয়া সিদ্ধান্ত
নেওয়া হয়। রাজ্যের প্রাণিসম্পদ উন্নয়ন দফতরের এক আধিকারিক জানিয়েছিলেন, পশ্চিমবঙ্গের
পোল্ট্রি শিল্পের ব্যাপ্তি অনেক বেশি। ওড়িশার বার্ড ফ্লু যাতে কোনওভাবে এ
রাজ্যে ঢুকতে না পারে, তার জন্য আগামী দু’সপ্তাহ এই
নিষেধাজ্ঞা বহাল থাকবে। ওড়িশার বার্ড ফ্লু কবলিত এলাকা থেকে ডিম ও মুরগি
কোনওভাবেই যাতে এ রাজ্যে প্রবেশ করতে না পারে, তার জন্য
পুলিশকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।