দেরাদুন, ১০ সেপ্টম্বরঃ কেদারনাথ যাত্রায় বিপত্তি। পাহাড় ধসে পাথর চাপা পড়ে প্রাণ হারালেন পাঁচজন তীর্থযাত্রী।
গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। সোনপ্রয়াগ ও গৌরীকুন্ডে লাগাতার পাহাড় ধসের ফলে উদ্ধারকাজ
ব্যহত হয়েছে। চ্যালেঞ্জের মুখে পড়েছে উদ্ধারকারী দল।
বিপর্যয় মোকাবিলা বিভাগের জেলা আধিকারিক নন্দন সিং
রাজওয়ার জানিয়েছেন,
“লাগাতার ধসের কারণে উদ্ধারকাজ চলানো সম্ভব হচ্ছে না। সোমবার গভীর রাতে উদ্ধারকাজ
বন্ধ করে দেওয়া হয়। মঙ্গলবার সকালে পুনরায় উদ্ধারকাজ চালিয়ে আরও দুটি মৃতদেহ
উদ্ধার করা হয়েছে। যার ফলে মৃতের সংখ্যা পাঁচে দাঁড়িয়েছে।” এদিকে ওই
এলাকায় এখনও তল্লাশি অভিযান জোর কদমে চালানো হচ্ছে। আশঙ্কা করা হচ্ছে,
ধসের নীচে এখনও অন্য তীর্থযাত্রীরা আটকা রয়েছে।
পুলিশ সূত্রে খবর, সোমবার সন্ধ্যায় সোনাপ্রয়াগ বাজার থেকে প্রায়
এক কিলোমিটার দূরে সোনপ্রয়াগ-গৌরীকুণ্ড এলাকায় পাথর ধসের ঘটনা ঘটে। ঘটনার খবর
পেয়ে দ্রুত ওই এলাকায় একটি উদ্ধারকারী দল মোতায়েন করে মোকাবিলায় রাজ্য বিপর্যয়
মোকাবিলা বাহিনী (SDRF)।
পুলিশের এক সাব-ইন্সপেক্টর আশিস ডিমরি জানিয়েছেন, এসডিআরএফ দল
ঘটনাস্থলে পৌঁছে ধ্বংসস্তূপের নীচে আটকে পড়া তিন ব্যক্তিকে উদ্ধার করে। পাশাপাশি দুটি
মৃতদেহও উদ্ধার করা হয়েছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের
চিকিৎসা চলছে।