পুবের কলম,ওয়েবডেস্ক: নতুন করে উত্তপ্ত মণিপুর। ঘটনায় এখনও পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে। জারি কারফিউ। ইম্ফল ইস্ট, ইম্ফল
ওয়েস্ট এবং থুবল জেলায় কারফিউ জারি হয়েছে। জারি রয়েছে ড্রোন-রকেট হামলা, গোলাগুলি বর্ষণ। এই আবহে অতিষ্ঠ হয়ে প্রতিবাদে রাস্তায় নেমেছে সাধারণ মানুষ। আজ সকালে ইম্ফল ইস্ট এবং ইম্ফল ওয়েস্টে কারফিউ শিথিল করার কথা ভাবলেও পরিস্থিতি বিবেচনা করে তা সম্ভব হয়নি। জরুরি পরিষেবার
সঙ্গে যুক্ত এমন মানুষদের ছাড় দেওয়া হয়েছে। যেমন সংবাদমাধ্যম, আদালত, স্বাস্থ্যকেন্দ্র। বলা বাহুল্য, গত ১ সেপ্টেম্বর থেকে
এখনও পর্যন্ত উত্তর-পূর্বের রাজ্যে নতুন করে হিংসায় প্রাণ হারিয়েছেন ১১ জন। সোমবার রাজ্যের
বিভিন্ন প্রান্ত থেকে প্রতিবাদে শামিল হন সাধারণ মানুষ। ইম্ফল এবং থুবলে এই প্রতিবাদ চরম
আকার ধারণ করে। খণ্ডযুদ্ধ বাধে পুলিশ-প্রশাসনের সঙ্গে। যাতে কম করে ২০ জন গুরুতর আহত হয়।