কলকাতাThursday, 3 October 2024
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

বিধানসভা নির্বাচনে ৮৫ আসন পাবে 'হাত', এক্সিট পোল নিয়ে আশাবাদি কংগ্রেস

mtik
October 3, 2024 6:31 pm
Link Copied!

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বরঃ সামনেই চার রাজ্যের বিধানসভা নির্বাচন। হরিয়ানা, জম্মু-কাশ্মীরে সেপ্টেম্বরে শেষের দিকে ও মহারাষ্ট্র, ঝাড়খণ্ডে ভোট নভেম্বরে হওয়ার কথা।

মহারাষ্ট্রে ভোট নিয়ে প্রস্তুতি শুরু হয়ে গেছে। 

ফের কি মুখ্যমন্ত্রীর গদিতে দেখা যাবে উদ্ধব ঠাকরেকে? তবে এই বিষয় আগেই শরদ পাওয়ার আগেই জানিয়ে ছিলেন, এনসিপিএসপি, শিবসেনা, কংগ্রেস, বিধানসভা ভোটের পরে সিদ্ধান্ত নেবে মুখ্যমন্ত্রী কে হবেন। প্রতিটি দল কতগুলি আসন পাবে তার উপর নির্ভর করবে মুখ্যমন্ত্রী নির্বাচন। আমাদের জোটে মুখ্যমন্ত্রীর পদ নিয়ে কোনও বিরোধ নেই। নির্বাচনের পর বিষয়টি নির্ধারণ করা হবে এবং আসন সংখ্যা দেখে সিদ্ধান্ত নেওয়া হবে। কোনও সন্দেহ নেই আমরা সংখ্যাগরিষ্ঠতা পাব।

প্রসঙ্গত, মহা বিকাশ আঘাদি ও কংগ্রেসে জোট দল হিসেবে লড়াই করছে নির্বাচনে। উদ্ধব ঠাকরের শিবসেনা (ইউবিটি) এবং শরদ পাওয়ারের নেতৃত্বাধীন জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি (এনসিপি) নিয়ে গঠিত। 

এক্সিট পোল অনুযায়ী মহারাষ্ট্রে নির্বাচনে কংগ্রেস এবার ৮৫টি আসন পাবে বলে দাবি করেছেন রাজ্যের কংগ্রেস নেতা বিজয় ওয়াদেত্তিওয়ার। কংগ্রেস নেতা ওয়াদেত্তিওয়ার বলেন, ভোটের আগে রাহুল গান্ধিকে কংগ্রেসকর্মীদের উৎসাহ দিতে যথেষ্ট সংখ্যক সমাবেশের জন্য অনুরোধ করা হয়েছে। সেই সঙ্গে ওয়াদেত্তিওয়ার বলেন, সব দলই ভোটের আগে আভ্যন্তরীণ সমীক্ষা করে। সেই অনুযায়ী, ১৫০টি আসনের মধ্যে ৮৫টি আসন পাওয়ার বিষয়ে আমরা আশাবাদি। মহা বিকাশ আঘাদি তাদের সঙ্গে জোটবদ্ধ লড়াই করবে। মহারাষ্টের জনগণের সুশাসন নিশ্চিত করতে সরকার গঠন করবে তারা। 

উল্লেখ্য, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বড় জয় পায় বিরোধীদের জোট ‘ইন্ডিয়া’। ৪৮ আসনের মহারাষ্ট্রে বিজেপি জেতে ৯টি আসনে, একনাথ শিন্ডের শিবসেনা ৭টি আসন এবং এনসিপির অজিত পওয়ার গোষ্ঠী একটি আসনে জয়লাভ করে। অন্য দিকে, মহারাষ্ট্রে কংগ্রেস পায় ১৩টি আসন, উদ্ধব ঠাকরের শিবসেনা ৯টি, শরদ পওয়ারের এনসিপি ৭টি আসনে জয়লাভ করেছে। নির্দল প্রার্থী জিতেছেন একটি আসনে।