কলকাতাThursday, 3 October 2024
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরবনের লোকালয়ে ঘন ঘন বাঘ ঢুকে পড়ায় আতঙ্কিত সাধারণ মানুষ

mtik
October 3, 2024 6:30 pm
Link Copied!

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,কুলতলি : সুন্দরবন বাসীদের কাছে জলে কুমির ডাঙ্গায় বাঘ কার্যত এটি নিয়েই বসবাস।আর এটাই সুন্দরবনের এলাকাবাসীদের রোজনামচা।প্রায় দিন গ্রামে ঢুকে পড়ছে বাঘ। প্রায়দিন দেখতে পাওয়া যাচ্ছে বাঘের পায়ের ছাপ।আর মঙ্গলবার বিকালে বাঘের পায়ের ছাপ দেখাকে কেন্দ্র করে আতঙ্কিত সুন্দরবনের কুলতলি এলাকার বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা যায় মঙ্গলবার বিকালে বন দফতরের রায়দীঘি রেঞ্জের অধীন চিতুরি বিট অফিসের অন্তর্গত দেবীপুর গ্রামের মাকড়ানদীর চরে বাঘের পায়ের ছাপ দেখতে পায় কয়েকজন মৎস্যজীবীরা। এরপর এলাকায় বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আতঙ্কে মঙ্গলবার সারা রাত জেগে পাহারা দেয় বন কর্মীদের সাথে গ্রামবাসীরা। কুলতলির দেউলবাড়ী দেবীপুর গ্রাম পঞ্চায়েতের কাজীপাড়ার বাসিন্দারা বাঘের আতঙ্কে খুব আতঙ্কিত বুধবার সকালে ও। এদিন সকালে ও বন কর্মীরা ও গ্রামবাসীরা এলাকায় পাহারায় আছে।মঙ্গলবার বিকেলে বাঘের পায়ের ছাপ দেখতে পেয়ে এলাকা বাসীরা তড়িঘড়ি খবর দিয়েছিলো বন দফতরে।

এ বিষয়ে এক বনকর্মী বুধবার সকালে বলেন, মঙ্গলবার  আমরা খবর পাওয়ার পর থেকে বুধবার ও এলাকায় আছি। গোটা জঙ্গলটি আমরা জাল দিয়ে ঘিরে রেখেছি যাতে এলাকাবাসীদের কোন ক্ষতি না হয়। যদিও বাঘের পায়ের ছাপ দেখে আতঙ্কিত হয়ে পড়েছে এলাকাবাসীরা।মঙ্গলবার খবর পেয়েই ঘটনাস্থলে চলে আসে রায়দীঘি রেঞ্জার শুভায়ু সাহা ও চিতুরী বিট অফিসার সামীম প্রধান।এব্যাপারে বুধবার চিতুরি বিট অফিসার সামীম প্রধান বলেন,বাঘটি আবার জঙ্গলে ফিরে গেছে, তবুও আমাদের কর্মীরা বুধবার ও বন পাহারায় নিযুক্ত আছেন।