পুবের কলম, ওয়েবডেস্কঃ দেশের প্রধান বিচারপতির বিরুদ্ধে
ভুয়ো খবর সামাজিক মাধ্যমে। সিজেআই ডিওয়াই চন্দ্রচূড়ের সম্মানহানি করতে ভুয়ো খবর ছড়ানো হয় বলে অভিযোগ। ইতিমধ্যেই সেই ঘটনায় একজনের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।
প্রসঙ্গত,
সোশ্যাল মিডিয়ায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি চন্দ্রচূড় এবং
তাঁর স্ত্রী’কে নিয়ে একটি পোস্ট ভাইরাল হয়। বলা হয়
শ্যামাপ্রসাদ দাসের সঙ্গে পারিবারিক যোগ আছে প্রধান বিচারপতির স্ত্রীর। ওই গুজবের
বিরুদ্ধে পদক্ষেপে নেয় কৃষ্ণনগর জেলা পুলিশ।
জেলা পুলিশ জানিয়েছে, ‘প্রধান বিচারপতির
সম্মানহানি করতে এবং সুপ্রিম কোর্টের মর্যাদাহানি করতে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর
ছড়ানো হয়েছিল। জনগণের মধ্যে অবিশ্বাসের বাতাবরণ তৈরি করতে এবং শান্তি বিঘ্নিত
করতে উঠেপড়ে লেগেছিল। এই অভিযোগেই কৃষ্ণগঞ্জ থানায় ফুলবাড়ির সুজিত হালদারের
বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছে। তদন্ত চলছে।’