কলকাতাThursday, 3 October 2024
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

কলকাতা পুলিশ কমিশনারের বিরুদ্ধে মামলায় শুনানি ১৮ সেপ্টেম্বর

mtik
October 3, 2024 6:30 pm
Link Copied!

মোল্লা জসিমউদ্দিন , বুধবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আরজি কর কাণ্ডে প্রমাণ লোপাট ও সার্বিক প্রশাসনিক ব্যর্থতার অভিযোগে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগ বা অপসারণ নিয়ে দ্রুত শুনানির জন্য আইনজীবী অমৃতা পাণ্ডের আবেদন সংক্রান্ত আবেদনটি উঠে। আগামী ১৭ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি। তাই এই আবেদনের শুনানির দিন আগামী ১৮ সেপ্টেম্বর ধার্য করল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

আইনজীবী অমৃতা পাণ্ডে আবেদনটিকে গুরুত্ব দিয়ে নির্দিষ্ট দিনে মামলা তালিকায় প্রথম দিকে রাখার আর্জি জানান।এর প্রতুত্তরে  প্রধান বিচারপতি জানান, -‘১৮ সেপ্টেম্বর এই আবেদনটি তালিকাভুক্ত করা হবে’। উল্লেখ্য,  গত ৪ সেপ্টেম্বর কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগ চেয়ে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেছিলেন অমৃতা পান্ডে।


কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন ওই আইনজীবী। ,ওই আইনজীবীর অভিযোগ -‘  আরজি কর কাণ্ডের মৃতার নাম প্রকাশ্যে বলেছেন কলকাতা  পুলিশ কমিশনার। তাই তাঁকে পদ থেকে সরানো হোক’।

প্রধান বিচারপতি সেসময়  জানিয়েছিলেন, “এই মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে। সেখানে গিয়ে আপনারা বলুন। সংবাদমাধ্যমে দেখলাম কেন্দ্রীয় সরকার মামলায় যুক্ত হতে চেয়ে শীর্ষ আদালতে আবেদন করবে। সেখানে কী হয় দেখা যাক, তার পরেই আদালত বিষয়টি নিয়ে বিবেচনা করবে।” এরপর ফের হাইকোর্টের কাছে একই আবেদন করা হল।

সেই সূত্রেই আগামী ১৭ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের শুনানি হওয়ার পরই ১৮ সেপ্টেম্বর  কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগ বা অপসারণের মামলাটি উঠবে বলে জানা গেছে ।