পুবের কলম প্রতিবেদকঃ আরও ৩টি সেফ হোম চালু হল কলকাতায়। করোনার সংখ্যা বাড়ার ফলে সেফহোমগুলি পুনরায় খোলা হচ্ছে। তিনটি সেফ হোমের শয্যা সংখ্যা ৩৫০। তার মধ্যে সবচেয়ে বড় হল বাইপাস সংলগ্ন সেফ হোম। এখানে রয়েছে ২০০টি শয্যা। কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগের দুই কর্তা ইতিমধ্যেই গোটা বিষয়টি পরিদর্শন করেছেন। বেডগুলির পরিকাঠামো– কাজের গুণগত মান– পরিচ্ছন্নতা— সব খতিয়ে দেখেছেন তাঁরা। সেফ হোমগুলি পরিদর্শনে যান রাজ্য দফতরের একজন হেলথ অফিসারও। কসবার গীতাঞ্জলি স্টেডিয়ামের সেফ হোমটি বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু সংক্রমণ আবার বৃদ্ধি পাওয়ায়– তা পুনরায় খোলা হল। সেগুলিকে চালু করার নির্দেশ দিয়েছে কলকাতা পুর-প্রশাসন। গীতাঞ্জলি স্টেডিয়ামে ১০০টি শয্যা রয়েছে। ইতিমধ্যেই তা পরিষ্কার করা হয়েছে। রাজ্য স্বাস্থ্যভবনের তরফে চিকিৎসক ও নার্সরা এই সেফ হোমের দায়িত্ব গ্রহণ করেছে। কলকাতার তৃতীয় সেফ হোমটি রয়েছে উত্তর কলকাতায়। সেখানে রয়েছে ৫০টি শয্যা।
পরিসংখ্যান বলছে– একধাক্কায় প্রায় ৩ হাজার বৃদ্ধি। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত ৯ হাজার ৭৩। গত ২৪ ঘণ্টায় মৃত্যু ১৬ জন করোনা রোগীর। কলকাতার সঙ্গে সংক্রমণে উদ্বেগ বাড়াচ্ছে বীরভূম– দুই ২৪ পরগনা– হাওড়া। দ্বিতীয় ডোজ নিয়েও করোনায় আক্রান্ত হচ্ছেন চিকিৎসক নার্স-স্বাস্থ্যকর্মীরা। ইতিমধ্যে কলকাতায় ২৫টি মাইক্রো কনটেইনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে। এক্ষেত্রে একটি আবাসনের ৪-৫ জন সংক্রমিত হলেই সেটি মাইক্রো কনটেনমেন্ট জোন করা হবে।