পুবের কলম প্রতিবেদকঃ করোনা পজিটিভ হলে শিক্ষকরা আইসোলেশনে থাকার জন্য ছুটি পাবেন। এই নির্দেশিকা জারি করেছে শিক্ষা দফতর। বুধবার শিক্ষা দফতর জানিয়েছে, সরকারি সাহায্যপ্রাপ্ত এবং সরকারপোষিত স্কুলে কর্মরত শিক্ষক-শিক্ষাকর্মীদের জন্যও নিভৃতবাসের ছুটি চালু করল শিক্ষা দফতর। প্রসঙ্গত, এই দাবি অনেক আগে থেকেই করে আসছিলেন সরকারি সাহায্যপ্রাপ্ত ও সরকার পোষিত স্কুলের শিক্ষক ও শিক্ষাকর্মীরা।
শিক্ষা দফতর জানিয়েছে, কর্মরত অবস্থায় যদি কোনও শিক্ষক-অশিক্ষক কর্মী বা তাঁদের পরিবারের সদস্যদের মধ্যে কেউ করোনায় আক্রান্ত হন– তাহলে এবার থেকে আইসোলেশনের জন্য ছুটি পাবেন। সেক্ষেত্রে দফতরে তাঁদের উপস্থিতির বিষয় কিংবা কর্মস্থলের অন্যান্য কর্মীদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক হিসেবে গণ্য করা হবে।