আবুজা, ১২ সেপ্টেম্বরঃ আফ্রিকার দেশ নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ বোরনোতে বন্যা শুরু হয়েছে। একটি জলবিদ্যুৎকেন্দ্রের বাঁধ ভেঙে পড়ায় প্রদেশটির বিভিন্ন এলাকায় পানি ঢুকে পড়েছে। এতে পানিবন্দি প্রায় ১০ লাখ মানুষ। বন্যায় হতাহতের সংখ্যা সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে কর্মকর্তারা জানিয়েছেন, প্রাদেশিক রাজধানী মাইদুগুরিসহ বিভিন্ন শহর ও বহু গ্রাম বন্যার পানিতে ভেসে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বিপুল পরিমাণ জমির ফসল ও হাজার হাজার বাড়িঘর।
বোরনো প্রদেশের কর্মকর্তারা জানিয়েছেন, অঞ্চলটিতে গত দুই দশকের মধ্যে এত ভয়াবহ বন্যা দেখা যায়নি। বন্যার পানির সঙ্গে লোকালয়ে ভেসে এসেছে সাপ ও কুমির। দেশটির ভাইস প্রেসিডেন্ট কাশিক শেত্তিমা কয়েকটি বন্যা উপদ্রুত এলাকা পরিদর্শনে করেন। বন্যাকবলিত এলাকায় খাবার, আশ্রয় ও ওষুধ বিতরণ করার প্রতিশ্রুতি দেন। তার প্রতিশ্রুতি অনুযায়ী কিছু ত্রাণসামগ্রী এসেছে, কিন্তু প্রয়োজনের তুলনা অপ্রতুল বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।