কলকাতাMonday, 3 January 2022
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

বন্ধ পর্যটন, সাগর থেকে পাহাড় ফের বিপুল আর্থিক ক্ষতির মুখে রাজ্যের পর্যটন ব্যবসায়ীরা

mtik
January 3, 2022 7:27 am
Link Copied!

 

পুবের কলম ওয়েবডেস্কঃ আজ সোমবার থেকে রাজ্যে কড়া বিধিনিষেধ লাগু হচ্ছে। রবিবারই মুখ্যসচিব যে একগুচ্ছ নির্দেশিকার কথা বলেছেন তার মধ্যে আছে পর্যটন বন্ধের নির্দেশও। এই রাজ্যে ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছিল পর্যটন। সাগর থেকে পাহাড় ফের পর্যটকদের ভিড়ে জমজমাট হয়ে উঠছিল।

রবিবারের ঘোষণার পরে দীঘা, পুরুলিয়া, দার্জিলিং, ডুয়ার্সে বুকিং ক্যানসেল করার ঢল নেমেছে। বন্ধ করে দেওয়া হচ্ছে একের পর এক হোটেল, রিসোর্ট, হোম স্টে গুলি। বিপুল আর্থিক ক্ষতির মুখে পর্যটন ব্যবসায়ীরা।

করোনা আবহে যখন সেভাবে ভিনরাজ্যে পাড়ি জমাতে পারছিলেন রা পর্যটকরা, তখন ট্যুরিজমে নতুন দিশা দেখায় পুরুলিয়া। অযোধ্যা পাহাড়, গড় পঞ্চকোট, বড়ন্তির মত জায়গা ছিল পছন্দের শীর্ষে। দোল পর্যন্ত বুকিংও ছিল সারা। আতঙ্কিত পর্যটকরা একের পর এক বুকিং বাতিল করছেন, পর্যটন ব্যবসায়ীদের কথায় দু পয়সা লাভ নেই, কিন্তু ফেরত দিতে হচ্ছে আ্যডভান্সের টাকা। রিসোর্ট, হোটেল, হোমস্টের কর্মীরা আজ থেকেই বাড়ি ফিরতে শুরু করেছেন। কবে পরিস্থিতি স্বাভাবিক হবে কেউ জানেন না। বাংলার পর্যটন ব্যবসায় ফের আতঙ্কের কালো ছায়া।