ওয়াশিংটন, ১৩ সেপ্টেম্বর: নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। দুই দিন আগেই কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প এবিসি টিভির বিতর্কে মুখোমুখি হয়েছিলেন। সেই বিতর্ক সরাসরি দেখেছেন বিশ্বের ৬ কোটি ৭০ লক্ষ মানুষ। বিতর্কে কমলার কাছে পর্যদুস্ত হয়েও ট্রাম্প দাবি করেছেন, টিভি বিতর্কে নাকি তিনিই জিতেছেন। এক পোস্টে ট্রাম্প লেখেন, ‘তৃতীয় কোনও বিতর্ক অনুষ্ঠিত হবে না।’ প্রথম বিতর্ক বলতে তিনি বুঝিয়েছেন গত জুন মাসে অনুষ্ঠিত প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে তাঁর বিতর্ককে। ডেমোক্রেটিক দলের প্রার্থিতা ছেড়ে দেওয়ার পর বাইডেনের জায়গায় আসেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। গত মঙ্গলবার তাঁর সঙ্গে ট্রাম্পের দ্বিতীয় বিতর্ক অনুষ্ঠিত হয়। এক পোস্টে ট্রাম্প লেখেন, ‘এটা স্পষ্ট যে, মঙ্গলবার রাতে ডেমোক্রেটিক দলের উগ্র–বামপন্থী প্রার্থী কমরেড কমলা হ্যারিসের বিরুদ্ধে আমি জিতেছি। আর তিনি এরপরই আবার বিতর্কের আহ্বান জানিয়েছেন। যখন কেউ লড়াইয়ে হেরে যায়, তখন তাঁর মুখ থেকে প্রথমেই বের হয়, আমি আবার নতুন করে লড়াই করতে চাই।’ ট্রাম্প বিতর্কে জেতার দাবি করলেও আসলে কমলার সঙ্গে ওই টিভি অনুষ্ঠানে থৈ পাননি প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট। কমলা একাধিক ইস্যুতে ট্রাম্পকে আক্রমণ করেছেন। তখন ট্রাম্পকে রক্ষণাত্মক দেখা গিয়েছে। বিশ্লেষকরা বলছেন, কথায় কমলার সঙ্গে পেরে না ওঠাতেই আর বিতর্ক অনুষ্ঠান চাইছেন না ট্রাম্প।