পুবের কলম, ওয়েবডেস্কঃ ৩১ ডিসেম্বর বর্ষবরণের রাতে শহরজুড়ে চলবে কড়া নজরদারি। বৃহস্পতিবার লালবাজারের তরফ থেকে সাংবাদিক বৈঠক করে এই কথা জানালেন কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার সদর শুভঙ্কর সিনহা। এদিন শুভঙ্কর সিনহা জানিয়েছেন, শহরে ৩ হাজার পুলিশ মোতায়েন থাকবে। ওয়াচ টাওয়ার থেকে নজরদারি চলবে। পার্ক স্ট্রিটের রাস্তায় চলবে থাকবে কড়া প্রহরা। শহরজুড়ে পুলিশ পেট্রোলিং চলবে। তবে সকলকে কোভিড বিধিনিষেধ মেনে চলতে হবে। না মানলে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ সূত্রে খবর– ওমিক্রন সংক্রমণ এড়াতে ও ৩১ তারিখে বর্ষশেষের রাতে পার্ক স্ট্রিটের গাড়ি চলাচল ও মানুষের মুভমেন্টের জন্য বিশেষ ব্যবস্থা করছে পুলিশ। পার্ক স্ট্রিটের গাড়ি চলাচল মূলত একমূখী থাকবে। সাধারণ মানুষের চলাচলের জন্য রাস্তার পাশেই গার্ডরেল দিয়ে দেওয়া হবে। তার মধ্যে থেকেই ক্রমাগত এগোতে থাকবে মানুষজন। কোনওভাবেই জমায়েতকে দাঁড়াতে দেবে না পুলিশ। ভিড় বেশি হলে ক্যামাক স্ট্রিটের গাড়ি চলাচল কিছুক্ষণ বন্ধ থাকতে পারে। মেয়ো রোডের দিকে পার্ক স্ট্রিট মেট্রোর গেট বন্ধ থাকবে। ডোরিনা ক্রসিং থেকে কিড স্ট্রিট অবধি ৫০ জন পুলিশ মোতায়েন থাকবে।
শহরের নিরাপত্তায় মোতায়েন থাকছে ৩ হাজার ফোর্স। পার্ক স্ট্রিট ও সংলগ্ন এলাকায় মোট ১৫টি পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ থাকবে। সেখানে মহিলা পুলিশের সংখ্যা বেশি থাকবে বলেও খবর।
এছাড়া ২টি কুইক রেসপন্স টিম– ২০টি মোবাইল প্যাট্রলিং ভ্যান থাকছে। থাকছে পুলিশের একাধিক ওয়াচ টাওয়ার। চার্চ– শপিং মল– মার্কেটের মত জনবহুল জায়গায় বিশেষ নজরদারি চলবে। মেট্রো স্টেশনের সিসিটিভি ক্যামেরাগুলি নজরে রাখবে লালবাজারের কন্ট্রোল রুম। পরের দিন অর্থাৎ ১ জানুয়ারি মোতায়েন থাকছে ৩৫০০ ফোর্স।
শুক্রবার ২০২১-কে বিদায় জানিয়ে ২০২২কে স্বাগত চলেছে সকলেই। বর্ষবরণের আনন্দে মাতবে তিলোত্তমা। তবে এই আনন্দ যেন কারুর নিরানন্দের কারণ না হয়ে দাঁড়ায়, তার জন্য আগেই ভাগেই সতর্ক লালবাজার। এবছর ২৫ ডিসেম্বরও উন্মাদনার পারদ ছড়িয়ে পড়েছিল গোটা শহরজুড়ে। পার্ক স্ট্রিটেই প্রায় কয়েক হাজার মানুষের সমাগম হয়েছিল। তবে কলকাতা পুলিশের পক্ষ থেকে বার বার কোভিডবিধি মেনে চলার মাইকিং চলে। তার পরেই একাংশ মানুষকে দেখা গিয়েছিল মাস্ক ছাড়া বড়দিন উদযাপন করতে। এবার বর্ষবরণের রাতে কোভিডবিধি মেনে চলার নির্দেশ দিলেন কলকাতা পুলিশের জয়েন্ট সিপি শুভঙ্কর সিনহা।
এদিন গঙ্গাসাগর থেকে কলকাতার ফেরার পথে সবাইকে কোভিডবিধি মেনে চলার আবেদন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মমতা বলেন, এখনই স্কুল-কলেজ বন্ধ করার পথে হাঁটছে না সরকার। পরিস্থিতি অনুযায়ী রিভিউ মিটিং করা হবে। সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তবে সরকার সব দিকে নজর রাখছে।