কলকাতাTuesday, 28 December 2021
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

বিজেপি করতে গেলে এবার দেখাতে হবে এই গুরুত্বপূর্ণ নথি

mtik
December 28, 2021 8:33 pm
Link Copied!

পুবের কলম প্রতিবেদকঃ এবার থেকে বিজেপির যুব মোর্চার দায়িত্ব পেতে প্রয়োজন হবে বয়সের সার্টিফিকেটের। গেরুয়া সংগঠনে ‘নতুন মুখ’ আনতে তরুণ রক্তের খোঁজ বিজেপিতে। যুব মোর্চা ও মণ্ডল সভাপতি নির্বাচনের ক্ষেত্রে বেঁধে দেওয়া হচ্ছে বয়সের উর্ধ্বসীমা।

যুব মোর্চার সভাপতি বয়স কখনওই ৩৫ বছরের বেশি হবে না। অন্য দিকে– মণ্ডল সভাপতির বয়স হতে হবে ৪৫-এর মধ্যে। পুরভোটের আগে সংগঠনকে দ্রুত ঢেলে সাজাতে চায় গেরুয়া শিবির। পাখির চোখ পুরভোট–  সংগঠনকে ঢেলে সাজাচ্ছে বিজেপি। এই নিয়ে সোমবারই একটি বিশেষ বৈঠক হয়। দলীয় শীর্ষ নেতৃত্বের তরফে স্থির করা হয়েছে ৩৫ বছর পর্যন্ত যুব মোর্চা করা যাবে। মহিলা মোর্চা করার ক্ষেত্রেও বয়সের উর্ধ্বসীমা ৩৫ বছরই।

এরকম দেখা গিয়েছে– ৫০ বছর বয়সেও যুব মোর্চার আন্দোলনে রয়েছেন– তিনি কোনও পদের অধিকারী। বিজেপি এই জায়গাটাকে ঠিক করতে চায়। আন্দোলন সংগ্রামে তারুণ্যের ছোঁয়া বজায় রাখতে চাইছে বিজেপি। এই একটা বিষয় করতে চাইছে ২০২৪ সালের নির্বাচনকে মাথায় রেখে।