পুবের কলম প্রতিবেদকঃ আজ কলকাতার প্রথম মহানাগরিক হিসেবে শপথ নেবেন ফিরহাদ হাকিম। ইতিহাসে এই প্রথম মেয়রের শপথ হবে অধিবেশন কক্ষের বাইরে খোলা জায়গায়। সেই উপলক্ষে সেজে উঠেছে কলকাতা পুরসভা। এদিন শপথ গ্রহণ অনুষ্ঠান রয়েছে ডেপুটি মেয়র ও মেয়র পারিষদদের। মেয়রের শপথ গ্রহণ হবে কলকাতা পুরসভার অন্দরের ফাঁকা জায়গায়। সেই উপলক্ষে মঞ্চ বাঁধা হয়েছে। যা কলকাতা পুরসভার ইতিহাসে প্রথম। এর আগে পর্যন্ত কলকাতার পুরসভার অধিবেশন কক্ষেই শপথ নিয়েছেন নব নির্বাচিত মেয়ররা। ২০১৫ সালেও এর ব্যতিক্রম হয়নি। সেই সময় শোভন চট্টোপাধ্যায়ের শপথ গ্রহণ অনুষ্ঠানে অতিথির সংখ্যা ছিল ২২০ জন। অধিবেশন কক্ষেই তাঁদের বসার ব্যবস্থা করা হয়েছিল। জানা গিয়েছে, আজ ফিরহাদ হাকিমের শপথ গ্রহণ অনুষ্ঠানে অতিথির সংখ্যা প্রায় সাড়ে ৫০০ র কাছাকাছি। সেই জন্যই বাইরে ব্যবস্থা করা হয়েছে। যেহেতু কোভিড পরিস্থিতি– তাই আরও খোলা জায়গার ওপর জোর দেওয়া হয়েছে।
আজ শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হবে বেলা ১ টা নাগাদ। কলকাতা পুরসভার মেয়র হিসেবে শপথ নেবেন ফিরহাদ হাকিম। ডেপুটি মেয়র হিসেবে শপথ নেবেন অতীন ঘোষ। কলকাতা পুরসভার চেয়ার পার্সন হিসেবে শপথ নেবেন মালা রায়। এছাড়া ১৩ জন মেয়র পরিষদ শপথ নেবেন এদিন। শপথ গ্রহণ অনুষ্ঠানের পর ঘোষণা করা হবে কোন মেয়র পরিষদকে কোন বিভাগ দেওয়া হল। সেক্ষেত্রে রাস্তা– বাজার ও আলো বিভাগের মেয়র পারিষদ বদল হতে পারে বলে জানা গিয়েছে। বাকি যাঁরা যে দায়িত্বে ছিল– তাঁদের সেই বিভাগেই রাখা হতে পারে বলে সূত্রের খবর।
শপথ গ্রহন অনুষ্ঠানে যাতে কোনও রকম বিশৃঙ্খলা না হয়– তার জন্য রাখা হয়েছে কড়া নিরাপত্তা। এদিনের জন্য কলকাতা পুরসভায় থাকতে অতিরিক্ত পুলিশ ফোর্স। পুরসভার প্রত্যেকটি গেটে বসানো হয়েছে অতিরিক্ত সিকিউরিটি। অন্যদিকে মেয়রের গেট দিয়ে একমাত্র অতিথিরাই প্রবেশ করতে পারবেন। সাংবাদিকদের প্রবেশের জন্যেও আলাদা গেটের ব্যবস্থা করা হয়েছে। জানা গিয়েছে– যেকোনও প্রয়োজনেই এদিন যাঁরা কলকাতা পুরসভায় প্রবেশ করবেন তাঁদের পর্যাপ্ত প্রমাণপত্র দেখতে হবে– তবেই প্রবেশের অনুমতি মিলবে।