পুবের কলম,ওয়েবডেস্ক:এমবিবিএস ডিগ্রি থাকলে ভারতের যে
কোনও জায়গায় প্রশিক্ষণ নিতে পারবে চিকিৎসকরা। পাশাপাশি প্রত্যেক ডাক্তারের
একটি করে ইউনিক আইডিও থাকবে।
ন্যাশনাল মেডিক্যাল কমিশনের
তরফে সংশ্লিষ্ট বিষয়ে চালু হয়েছে একটি পোর্টালও। দেশের
সমস্ত চিকিৎসককেই কভার করবে জাতীয় মেডিক্যাল রেজিস্টার। উল্লেখ্য,
চিকিৎসকদের এই নাম নথিবদ্ধকরণ প্রক্রিয়ার জন্য একটি ন্যাশনাল মেডিক্যাল রেজিস্টার
(এনএমআর) তৈরি করছে এনএমসি।
এই রেজিস্টারের মাধ্যমে দেশের সমস্ত চিকিৎসকের ডিগ্রি, বিশ্ববিদ্যালয়, কোন ক্ষেত্রে স্পেশালিস্ট এবং অন্য গুরুত্বপূর্ণ
তথ্যাদি মজুদ থাকবে। জাতীয় মেডিকেল কমিশনের ওয়েবসাইটে সেই তথ্য হোস্ট
করা হবে।
ইতিমধ্যেই পোর্টাল সংক্রান্ত সমস্ত কাজ সম্পন্ন
হয়ে গিয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক বি শ্রীনিবাস। পোর্টালে
থাকা ডেটার কিছু জিনিস জনসাধারণের জন্য উন্মুক্ত
করা হবে। বাকিগুলি
NMC, SMC, ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশনস (NBE) এবং মেডিকেল প্রতিষ্ঠান এবং RMP-এর এথিক্স
অ্যান্ড মেডিকেল রেজিস্ট্রেশন বোর্ড (EMRB)
এর আধিকারিকরা দেখতে পাবে। পোর্টালে
রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করার জন্য ডাক্তারদের তাদের আধার কার্ড , এমবিবিএস
ডিগ্রির শংসাপত্রের একটি ডিজিটাল কপি এবং স্টেট মেডিকেল কাউন্সিল/মেডিকেল কাউন্সিল
অফ ইন্ডিয়ার নিবন্ধন শংসাপত্র জমা করতে হবে। সব ডেটা
জমা দেওয়ার পর আবেদন করতে হবে। তারপর আবেদনটি স্বয়ংক্রিয়ভাবে যাচাইয়ের জন্য এসএমসি-তে
পাঠানো হবে। SMC তারপরে আবেদনটি পর্যালোচনা করে ইনস্টিটিউটে পাঠাবে। সবকিছু
যাচাই করার পর আবেদনটি NMC-তে পাঠানো হবে। অনলাইন সব কাজ সম্পন্ন করে চিকিৎসকরা ইউনিক আইডি কার্ড পেয়ে
যাবেন। এই পোর্টালের
মাধ্যমে, এসএমসি
এবং শিক্ষাপ্রতিষ্ঠান সহ সমস্ত স্টেকহোল্ডাররা লগ ইন করতে এবং একটি একক প্ল্যাটফর্ম
থেকে আবেদনগুলি যাচাই করতে পারবে।