পুবের কলম,ওয়েবডেস্ক: ক্ষমতায়
এলে ১ ঘণ্টার মধ্যে মদ ফিরবে বিহারে। তুলে
নেওয়া হবে নিষেধাজ্ঞা। বড় ঘোষণা
প্রশান্ত কিশোরের। ভোটকুশলীর দায়িত্ব ছেড়ে এবার রাজনীতির
ময়দানে পা রাখতে চলেছেন পিকে। আসন্ন
অক্টোবর মাসে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু কোর্টে চলেছে প্রশান্তের নতুন দল ‘জন সুরজ’।
অংশগ্রহণ করবে আসন্ন বিধানসভা নির্বাচনেও।
এদিন বিহারে প্রচারে গিয়ে এমনটাই মন্তব্য করেন পিকে।
এমনকি, নীতিশ কুমারে সাম্রাজ্য পতনের হুঁশিয়ারিও দেন তিনি।
ক্ষমতায়
এলে কি কি পরিবর্তন করবেন তিনি, এই প্রশ্নের উত্তরে পিকে জানান, সরকার গঠণের এক ঘণ্টার
মধ্যে মদের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে দেওয়া হবে।
রাজ্যে সরকারিভাবে মদ নিষিদ্ধ ঘোষণা হওয়ার পর বেআইনি মদের কারবার ফুলে
ফেঁপে উঠেছে। যা থেকে লাভবান হচ্ছে বেশ কয়েক বড়
আমলা। শুধু তাই নয়, মদ নিষেধাজ্ঞার কারণে
রাজ্য সরকার প্রায় ২০ হাজার কোটি টাকা রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে বলেও দাবি প্রশান্তের।
পিকের ভাষ্যে তিনি যোগ্যতার রাজনীতিতে বিশ্বাস করেন।
তাই মদে নিষেধাজ্ঞার বিরোধিতা করতে তাঁর ভয়ের কিছু নেই।
এছাড়া তিনি হুঙ্কার দিয়ে জানান, বিহারকে লালু-নীতীশের ‘বাইনারি’ থেকে মুক্ত করবেন তিনি।
ওঁরা বিহারকে ধ্বংস করে দিয়েছে।
ডিজিটাল বিহার পেতে গেলে জন সুরজের মতো বিকল্প দল দরকার।
তাই পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন তাঁর দল জন সুরজের সদস্য।
তাঁর ঘোষণা, বিহারের বিধানসভা নির্বাচনে ২৪৩ আসনের সবকটিতেই লড়বে
তাঁর দল। আর বিশাল মার্জিনে জয়ী হবে বলেও আশাবাদী
তিনি।