কলকাতাThursday, 3 October 2024
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

Breaking: জুনিয়র ডাক্তারদের শর্তে রাজি রাজ্যসরকার, চিকিৎসকদের ইমেলের জবাব দিলেন মুখ্যসচিব

mtik
October 3, 2024 6:30 pm
Link Copied!

পুবের
কলম, ওয়েবডেস্ক
: জুনিয়র ডাক্তারদের শর্তে রাজি রাজ্যসরকার, চিকিৎসকদের
ইমেলের জবাব দিলেন মুখ্যসচিব। দুই তরফের ভিডিয়োগ্রাফির শর্ত না মেনে কার্যবিবরণীতে
সায় রাজ্য সরকারের।  দু পক্ষের কার্যবিবরণীর শর্ত মেনে নেওয়া হয়েছে রাজ্যের তরফে।

চিকিৎসকদের দাবি, ছিল গোটা
ঘটনার ভিডিয়ো, তার পর সেটি দুপক্ষের হাত বদল। তারপর কার্যবিবরণী দু পক্ষের তরফে।
তৃতীয় শর্ত কার্যবিবরণী তৈরি করবে দু-পক্ষ সেখানে দু-পক্ষের তরফে স্বাক্ষর থাকবে,
তার পর সেটি উভয় পক্ষের হাতে তুলে দেওয়া হবে।

বিকেল ৩.৫৩ নাগাদ মুখ্যসচিব মুখ্য সচিব মনোজ পন্থকে এই শর্তগুলি নিয়ে চিঠি
দিয়েছিলেন আন্দোলনকারি জুনিয়র চিকিৎসকেরা।

সেই চিঠির প্রাপ্তি স্বীকার করে ৪.৩৩ নাগাদ বৈঠকের কার্যবিবরণীতে দুপক্ষের স্বাক্ষর থাকবে এই শর্ত
মেনে মুখ্য সচিব চিঠি পাঠিয়ে দেন
জুনিয়র চিকিৎসকদের উদ্দেশে। তবে চিঠিতে কোথাও ভিডিয়ো বা
লাইভ স্ট্রিমিংয়ের কোনও উল্লেখ করা হয়নি। 

আরজি কর কাণ্ড নিয়ে নবান্ন ও কালীঘাটে রাজ্য সরকারের সঙ্গে আন্দোলনকারি জুনিয়র চিকিৎসকদের আন্দোলন ভেস্তে যায় পর পর দুবার। কারণ ভিডিয়োগ্রাফি বা লাইভ স্ট্রিমিংয়ের দাবিতে সরব ছিলেন আন্দোলনকারিরা। মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, সব মেনে নেওয়া সম্ভব নয়, সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন, তাই লাইভ স্ট্রিমিং সম্ভব হবে না। তবে রাজ্যের তরফ থেকে যে ভিডিয়ো করা হবে, তা পরে মামলা মিটলে তাদের দিয়ে দেওয়া হবে। কিন্তু এই শর্তে বেঁকে বসেন আন্দোলনকারিরা তাঁরা বলেন স্বচ্ছতার জন্য এখনই তাদের সেই ভিডিয়ো দিতে হবে। দীর্ঘ কথোপকথন, মুখ্যমন্ত্রীর বার বার আবেদনের পরেও বৈঠক ভেস্তে যায়।  

বিগত ৩৪ দিন ধরে চলছে, উই ওয়ান্ট জাস্টিসের স্লোগান। পাশে দাঁড়িয়েছেন রাজ্যের সাধারণ মানুষ সহ সমস্ত বুদ্ধিজীবী থেকে বিভিন্ন মহল। রাজপথে প্রায় প্রতিদিনই চলছে রাত দখলের লড়াই। এই আন্দোলনে রাজ্য, দেশ ছাড়িয়ে বিদেশেও বিচারের দাবিতে স্লোগান উঠেছে।

এবার কি বৈঠক হবে? সেই দিকেই গোটা রাজ্যবাসী সহ বিভিন্ন মহল।