বিশেষ প্রতিবেদন: ১২ রবিউল আউয়াল বিশ্বের বহু দেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে উদযাপিত হল প্রিয় নবী মুহাম্মদ (সা.র) জন্মদিন পবিত্র ঈদে মিলাদুন্নবী। দিনটি মুসলিম উম্মাহর কাছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) নামে পরিচিত। এশিয়া, মধ্যপ্রাচ্য, ইউরোপ ও আফ্রিকার বহু দেশে ঈদে মিলাদুন্নবী উদযাপন করেছেন সাধারণ মানুষ। মাওলিদ উপলক্ষে বহু দেশে দেখা গিয়েছে বিরাট জুলুস। মালয়েশিয়া, বাংলাদেশ, পাকিস্তান, ভারত, তুরস্ক, সুদান, নাইজেরিয়া, মিশরসহ আরও বহু দেশে নবী রাসূল সা.র প্রশংসায় বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। নবী সা.র প্রতি অগাধ ও অকৃত্রিম ভালোবাসা প্রকাশে দিনটিতে পথে নেমে আসতে দেখা যায় লক্ষ লক্ষ মুসলিমকে। হজরত মুহাম্মদ (সা.) ছিলেন আল্লাহর প্রেরিত সর্বশেষ নবী ও রাসূল। প্রায় দেড় হাজার বছর আগে ৫৭০ খ্রিস্টাব্দে এ দিনটিতে মানব জাতির জন্য রহমত হিসেবে মহানবী হজরত মুহম্মদ (সা.র) আবির্ভাব ঘটে। আরবের মক্কা নগরীর কুরাইশ বংশে মা আমিনার কোল আলো করে জন্ম নেন নবী সা.। সে সময় আরব ছিল অন্ধকারে নিমজ্জিত, কুসংস্কার ও পৌত্তলিকতায় জর্জরিত। এই অন্ধকার যুগ থেকে মানবজাতিকে উদ্ধার করতেই আল্লাহ তাঁকে দুনিয়াতে প্রেরণ করেন। তিনি এসেছিলেন তাওহিদের বাণী নিয়ে এবং শান্তির ধর্ম ইসলাম প্রচার করতে। তাঁর আগমন ও বাণী সারা বিশ্বে এক আলোড়ন সৃষ্টি করেছিল। ৬৩ বছর বয়সে একই দিনে তিনি ইন্তেকালও করেন। হযরত মুহাম্মদ (সা.) ছিলেন এক আদর্শ চরিত্রের অধিকারী। তাঁর জীবন ছিল কুরআনের জীবন্ত ব্যাখ্যা। সততা, ন্যায়পরায়ণতা, দয়া, ক্ষমা, সহনশীলতা – সব মানবিক গুণের সর্বোচ্চ বিকাশ ঘটেছিল তাঁর মাঝে। তিনি ছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব। তাঁর জীবন ও বাণী আজও সমগ্র মানবজাতির জন্য অনুকরণীয়।
ব্রেকিং
- ন্যাকের মূল্যায়নে ‘বি+’ গ্রেড পেল আলিয়া বিশ্ববিদ্যালয়
- নতুন ওয়াকফ বিলে মুসলিমদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, অবশ্যই প্রতিবাদ করব: মমতা
- ওয়াকফ বাঁচাতে লড়াই জারি থাকবে: হুঁশিয়ারি সিদ্দিকুল্লাহর
- বহিষ্কৃত চিন্ময় দাসের দায় নিতে অস্বীকার ইসকনের
- বিশ্বের বহু দেশেই নিষিদ্ধ ‘ইসকন’
- পালিয়ে গিয়ে এখন দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছে হাসিনা: সোহেল তাজ
- ১৫ লাখ বাড়ি বানাবে ব্রিটেন সরকার, শ্রমিক নেই দেশে
- প্রধানমন্ত্রীকে খুনের হুমকি দিয়ে ফোন, মুম্বই পুলিশের হাতে গ্রেফতার মহিলা
- যোগী রাজ্যে নারকীয় ঘটনা, নার্সকে গণধর্ষণ করে যৌনাঙ্গে লাঠি ও লঙ্কার গুঁড়ো
- সংখ্যালঘুদের স্বাধীনতা রক্ষায় দায়িত্ব নিতে হবে বাংলাদেশ সরকারকেই: জয়শঙ্কর
- ১৬ বছরের কম বয়সিদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা অস্ট্রেলিয়ার
- টেস্ট র্যালঙ্কিং: শীর্ষে বুমরাহ, ২ নম্বরে যশস্বী