পুবের কলম ওয়েব ডেস্ক: প্রায় ৬ ঘন্টা ১২ মিনিট পর বাস ভবন থেকে বের হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানান । বৈঠক শেষে সাংবাদিকদের সামনে তিনি জানান, রাজ্য সরকারের তরফে মিনিটসে সই করেছেন মুখ্য সচিব মনোজ পন্থ। জুনিয়র চিকিৎসক দের পক্ষ থেকে ৪২ জন সই করেছে । ওদের আন্দোলন কে কুর্নিশ জন্যই । আজকের আলোচনাই ওরাও খুশি , আমরাও খুশি ।
ওদের পাঁচটা দাবি ছিল, আমি বুঝিয়ে বললাম পুরো ঘর একসঙ্গে খালি করে দেওয়া যায়না । তাহলে প্রশাসন কে চালাবে ? শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয় ডিএইচএস এবং ডিএমএসকে সরানো হবে ।