কলকাতাThursday, 3 October 2024
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ

'সাত ওয়াদে পাক্কে' ইশতেহার প্রকাশ কংগ্রেসের, মহিলাদের জন্য প্রতি মাসে ২ হাজার টাকা, ৫০০ টাকায় গ্যাস

mtik
October 3, 2024 6:30 pm
Link Copied!

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর:  হরিয়ানা বিধানসভা নির্বাচনে মহিলাদের মন জয় করতে ইশতেহারে একগুচ্ছ ঘোষণা কংগ্রেসের। চলতি বছরের ৫ অক্টোবর হরিয়ানায় ভোট। গণনা ৮ অক্টোবর। বুধবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে দলের ইশতেহার প্রকাশ করলেন। সেখানে প্রতি মাসে মহিলাদের জন্য দুহাজার টাকা, গ্যাস সিলিন্ডার ৫০০টাকা, জাতিশুমারি সমীক্ষা করা সহ সাতটি গ্যারান্টি দেওয়া হয়েছে। কৃষকদের জন্য ইশতেহারে ফসলের ন্যূনতম সমর্থন মূল্যের (এমএসপি) জন্য আইনি গ্যারান্টি প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

খাড়গে জানিয়েছেন, ‘সাত ওয়াদে পাক্কে’ নামের সাতটি গ্যারান্টি ছাড়াও আমাদের ৫৩ পৃষ্ঠার একটি ইশতেহার পরে চণ্ডীগড়ে বিস্তারিত ব্যাখ্যা করা হবে। তবে এই প্রতিশ্রুতিগুলি অবশ্যই আমরা পূরণ করব। তিনি বলেন, ইশতেহারে পরিবারকে সুবিধা প্রদান, নারীর ক্ষমতায়ন, যুবকদের সহায়তা, সামাজিক নিরাপত্তা জোরদার করা এবং অনগ্রসর শ্রেণী, কৃষক ও দরিদ্রদের জীবনযাত্রার উন্নয়নের ওপর জোর দেওয়া হবে।

ইশতেহার উন্মোচন অনুষ্ঠানে দলের সাধারণ সম্পাদক কে সি বেনুগোপাল, হরিয়ানা ও রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী যথাক্রমে ভূপিন্দর হুডা এবং অশোক গেহলট, হরিয়ানার দলের প্রধান উদয় ভান এবং পঞ্জাবের বিরোধী নেতা প্রতাপ সিং বাজওয়াও উপস্থিত ছিলেন।

রাজ্য দলের প্রধান উদয় ভান বলেন, যে হরিয়ানার কংগ্রেস সরকার তাদের ক্ষমতায়নের জন্য ১৮ বছরের বেশি বয়সী প্রতিটি মহিলাকে প্রতি মাসে ২ হাজার টাকা দেবে। ৫০০ টাকায় এলপিজি গ্যাস সিলিন্ডার, সিনিয়র সিটিজেনদের ৬,০০০ টাকা পেনশন, পুরনো পেনশন স্কিম পুনরুদ্ধার, দুই লক্ষ শূন্য সরকারি চাকরি পূরণ এবং হরিয়ানাকে মাদকমুক্ত করা সহ অন্যান্য প্রতিশ্রুতি আছে।

উদয় ভান আরও বলেন, রাজস্থানে চিরঞ্জীবী স্কিমের আদলে অশোক গেহলটের শাসনামলে  হরিয়ানায় ২৫ লক্ষ টাকা বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে, ৩০০ ইউনিট বিনামূল্যে বিদ্যুৎ, ১০০ গজের প্লট ছাড়াও দরিদ্র পরিবারগুলিকে আমরা আইনি এমএসপি নিশ্চিত করব।