পুবের কলম, ওয়েবডেস্কঃ ৮২ নম্বর ওয়ার্ডে ১৪,৮৬৭ ভোটে জয়ী হয়েছেন ফিরহাদ হাকিম। এদিন পরিবারের সকলকে নিয়ে জয়ের উচ্ছ্বাস জানান তিনি। তবে জয়ের পুরো কৃতিত্বটাই তিনি মমতা বন্দ্যোপাধ্যাকে উৎসর্গ করেছেন।
পরবর্তী মেয়র পদে কে বসবেন তা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ফিরহাদ হাকিম বললেন, ‘মেয়র পদে কে বসবেন তা ঠিক করবে দল। আমাদের প্রসিডেন্ট বা মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক ডাকবেন। তার পর সেই মতো সিদ্ধান্ত নেওয়া হবে। দলের নিয়ম, সবাইকে ডেকে আলোচনা করে তার পর সিদ্ধান্ত নেওয়া। এক্ষেত্রেও সেই মতোই কাজ হবে।’
এদিন ফিরহাদ বলেন, কলকাতার তিনটি জিনিসের উন্নতি খুব দরকার। সেগুলো হল দূষণ কমানো, ড্রেনেজের কাজগুলি সম্পন্ন করা, কলকাতা পরিবহন ব্যবস্থা আরও উন্নতি করা।
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন আগামী ২৩ তারিখ দুপুর ২টো নাগাদ দলীয় বৈঠক হবে। সেখানেই পরবর্তী মেয়রের নাম প্রস্তাব পর্ব চলবে। তার পর দল সিদ্ধান্ত নেবে। তবে সব কিছু পদ্ধতি অনুযায়ী হবে।
তৃণমূলের এই জয় নিয়ে মমতা বলেন, গণতন্ত্রের উৎসবে গণতন্ত্রের জয়। বিজেপি ভো-কাট্টা হয়ে গেছে। আর কংগ্রেস স্যান্ডউইচ।
ফল প্রকাশের দিন সকালে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে দেখা করতে যান বিদায়ী মেয়র ফিরহাদ হাকিম। এদিন সকাল পৌনে ৯ টা নাগাদ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন তিনি। মুখ্যমন্ত্রীর সঙ্গে বাইরে এসে তিনি বলেন, ‘আমি ভয় করব না, ভয় করব না। দুবেলা মরার আগে মরব না।’
বিরোধীদের দিকে কটাক্ষ ছুঁড়ে দিয়ে ফিরহাদ বলেন, ‘ওরা তো আগেই হেরে বসে আছে। মানুষ গণতন্ত্রের দেবতা, মানুষকে অপমান করার ক্ষমতা তাদের কেউ দেয়নি।’