কলকাতাThursday, 3 October 2024
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ

এবার সরকারি বাসভবন ছাড়ার সিদ্ধান্ত কেজরিওয়ালের, শনিবার মুখ্যমন্ত্রীর পদে শপথ অতিশীর

mtik
October 3, 2024 6:30 pm
Link Copied!

পুবের কলম, ওয়েবডেস্ক: জেলমুক্ত হওয়ার পরেই মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। এবার সরকারি বাসভবন ছাড়তে চলেছেন তিনি। আগামী এক সপ্তাহের মধ্যেই সরকারি বাড়ি ছেড়ে দেবেন বলে খবর। মঙ্গলবার সন্ধ্যায় দিল্লির উপরাজ্যপাল ভি কে সাক্সেনার সঙ্গে দেখা করে নিজের ইস্তফাপত্র তাঁর হাতে তুলে দিয়েছেন কেজরি।

বর্তমানে দিল্লির মুখ্যমন্ত্রীর পদে বসছেন অতিশী। শনিবার মুখ্যমন্ত্রীর পদে শপথ নেবেন অতিশী। প্রথমে ঠিক হয়েছিল ২৬-২৭ সেপ্টেম্বর দিল্লি বিধানসভার অধিবেশন চলাকালীন শপথ নেবেন শপথ। পরে দিল্লি উপরাজ্যপাল শনিবার শপথ নেওয়ার জানিয়েছেন।   

আপ সাংসদ সঞ্জয় সিং জানালেন, এক সপ্তাহের মধ্যে দিল্লির সিভিল লাইনস এলাকায় মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনও ছাড়বেন কেজরিওয়াল। সঞ্জয় জানিয়েছেন, আপ নেতারা পরামর্শ দিয়েছিলেন কেজরিওয়ালকে,  নিরাপত্তার কারণে সরকারি বাসভবনে না ছাড়েন। তবে কেজরিওয়াল সিদ্ধান্ত নিয়েছেন, তিনি একসপ্তাহের মধ্যেই বাড়ি সরকারি বাসভবন ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। নিরাপত্তা নিয়ে প্রশ্ন করা হলে কেজরি বলেছেন, ‘ঈশ্বর আমাকে রক্ষা করবেন!’