পুবের কলম, ওয়েবডেস্ক: আরজি
করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য মেডিকেল
কাউন্সিল। বাতিল করা হল তার ডাক্তারির রেজিস্ট্রেশান নাম্বার। আগেই তাকে রাজ্য
মেডিক্যাল কাউন্সিলের পক্ষ থেকে শোকজ করা হয়েছিল, এবার তার ডাক্তারির লাইসেন্স
বাতিল করে দেওয়া হল। শোকজের পর নির্দিষ্ট সময় পার হয়ে যাওয়ার পরেও কোনও জবাব দেননি
সন্দীপ ঘোষ। এর পর বুধবার আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ডাক্তারি
রেজিস্ট্রেশনের নাম্বার বাতিল করে দিল কাউন্সিল। আরজি কর কাণ্ডে হাসপাতালে
দুর্নীতি ও তরুণী চিকিৎসক খুনে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে সিবিআইয়ের হাতে
গ্রেফতার সন্দীপ ঘোষ। টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল ও সন্দীপ ঘোষ বর্তমানে দুজনে
সিবিআই হেফাজতে। টালা থানার অতিরিক্ত ওসি পল্লব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ করছে
সিবিআই।