পুবের কলম, ওয়েবডেস্কঃ চলছে কলকাতা পুরভোট। বিক্ষিপ্ত কিছু অশান্তি ছাড়া মোটের উপর ভোট শান্তিপূর্ণ বলে জানিয়েছেন জয়েন্ট সিপি। আজ রবিবার নিজ নিজ কেন্দ্রে ভোট দিলেন হেভিওয়েটরা। সস্ত্রীক তাদের ভোট দিতে দেখা যায় এদিন।
এদিন সস্ত্রীক ভোট দিলেন রাজ্যপাল জগদীপ ধনকর। পরিবারকে সঙ্গে নিয়ে ভোট দিলেন ফিরহাদ হাকিম। তাঁর সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী ও দুই কন্যা।
ভোট দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
উল্লেখ্য, ভোট শুরু হওয়ার পর থেকেই বুথে বুথে অশান্তির অভিযোগ। এর মধ্যে সব থেকে উত্তেজনা ছড়িয়েছে টাকি স্কুল ও ব্রেবোন রোডের জৈন স্কুলে।
১৪৪টি ওয়ার্ডে চলছে ভোট গ্রহণ। সব বুথে রয়েছে সশস্ত্র কলকাতা পুলিশ। এদিকে বিজেপির অভিযোগ, ‘আগেই আমরা বলেছিলাম কলকাতা পুলিশের পক্ষে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এই কারণেই আমরা কেন্দ্রীয় বাহিনীর দাবি জানিয়েছিলাম।’
এদিকে অধিকাংশ বুথেই উত্তেজনা চলছে। এখনও পর্যন্ত ৭২ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছন কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার(সদর) শুভঙ্কর সিনহা।