আইভি আদক, হাওড়া: সাম্প্রতিক আরজি করের ঘটনার পর এবার নারী সুরক্ষায় আরও জোর দিচ্ছে হাওড়া সিটি পুলিশ। নারী সুরক্ষা প্রকল্প হিসেবে হাওড়া সিটি পুলিশ চালু করল ‘পিঙ্ক মোবাইল’। বৃহস্পতিবার হাওড়ার শিবপুর পুলিশ লাইনে এই কর্মসূচির সূচনা হয়। মহিলাদের প্রতি অপরাধের সংখ্যা কমানোর জন্যই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। পুলিশের দাবি, এই উদ্যোগের ফলে সরকারি, বেসরকারি এবং ডিজিটাল স্পেসে মহিলাদের সুরক্ষা নিশ্চিত হবে। এর মাধ্যমে গার্হস্থ্য হিংসা, ইভটিজিং, সাইবার অপরাধ এবং জনসাধারণের অবমাননার মতো অপরাধ প্রতিরোধ নিশ্চিত করবে।
পিঙ্ক মোবাইল প্রকল্পের লক্ষ্য নারীদের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করা। হাওড়া সিটি পুলিশের তিনটি বিভাগে তিনটি গোলাপী মোবাইল ভ্যান কাজ করবে। এই মোবাইল ভ্যানগুলি শহর জুড়ে টহলদারি করবে বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, লেডিস হোস্টেল, কলেজ, বাজারের জায়গা সহ যেখানে মহিলাদের যাতায়াত রয়েছে।
প্রতিটি মোবাইলে একজন মহিলা পুলিশ অফিসার এবং মহিলা কনস্টেবল থাকবেন। যখনই প্রয়োজন তখনই তাঁরা মেয়েদের এবং মহিলাদের সাহায্য করবেন। যে কোনও মহিলা সাহায্য চাইলে হলে ১০০ বা ১১২ নম্বরে ডায়াল করতে পারেন। গোলাপী মোবাইল ভ্যান অবিলম্বে ঘটনাস্থলে ছুটে যাবে। এই ব্যবস্থা নিলে মহিলাদের নিরাপত্তা বাড়ানো সম্ভব হবে। আসন্ন দুর্গাপূজার আগে এটি একটি উদ্যোগ যা পশ্চিমবঙ্গ পুলিশ তাদের মহিলা স্কোয়াডের মাধ্যমে মহিলাদের সাহায্য করার জন্য নিয়েছে৷