মোল্লা জসিমউদ্দিন: আরজিকর কাণ্ডে এবার টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের পলিগ্রাফ করাতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এর পাশাপাশি আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের নারকো টেস্টও করাতে চায় কেন্দ্রীয় তদন্তকারীরা। এই মর্মে শিয়ালদহ আদালতে আবেদন জানাল তারা। যদিও এখনও আইনি অনুমতি মেলেনি।
আরজি কর তদন্তে সন্দীপকে নিয়ে গুজরাতে যেতে চায় সিবিআই। সেখানেই তাঁর নারকো অ্যানালাইসিস করাতে চেয়ে এবার আদালতের দ্বারস্থ হতে চলেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাটি। এই নিয়ে শিয়ালদহ আদালতে আবেদন করা হয়েছে বলে জানা গেছে।
আরজি কর হাসপাতালে আর্থিক দুর্নীতিকাণ্ডের তদন্তে নেমে সন্দীপকে গ্রেফতার করেছিল সিবিআই। পরবর্তীতে গত ১৫ সেপ্টেম্বর তাঁকে চিকিৎসকের ধর্ষণ এবং খুনের মামলায় প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেফতার দেখায় সিবিআই।আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষের পলিগ্রাফ পরীক্ষা করানো হয়।
সিবিআই সূত্রে প্রকাশ , দিল্লির সিএফএসএল এর রিপোর্টে তাঁর কিছু কিছু বক্তব্য অত্যন্ত ‘বিভ্রান্তিকর’ বলে উল্লেখ করা হয়েছে। সেই জন্যই এবার গুজরাতে নিয়ে সন্দীপকে নার্কো অ্যানালাইসিস করাতে চাইছে সিবিআই ।
চলতি সপ্তাহে আরজি কর কাণ্ডে প্রাক্তণ অধ্যক্ষ সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল করেছে রাজ্য মেডিক্যাল কাউন্সিল। গত বৃহস্পতিবার থেকেই সেই নির্দেশ কার্যকর হয়েছে। এরফলে আগামী দিনে আর ডাক্তারি করতে পারবেন না তিনি।গত ২ সেপ্টেম্বর আর্থিক দুর্নীতি মামলায় গ্রেফতার হন সন্দীপ ঘোষ। তারপর তাঁকে সাসপেন্ড করে আরজি কর কাণ্ডের জন্য শোকজ দাবি করা হয় ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন বা আইএমএফের তরফে। এবং সেই শোকজের জবাব দেওয়ার জন্য নির্দিষ্ট সময়সীমাও বেঁধে দিয়েছিল। একই পদক্ষেপ নিয়েছিল রাজ্য মেডিক্যাল কাউন্সিলও।
সম্প্রতি সেই সময়সীমা শেষ হয়েছে বলে জানা গেছে।সিবিআই সূত্রে প্রকাশ , আরজি করের প্রাক্তন অধ্যক্ষের জেরায় একাধিক অসঙ্গতি মিলেছে। সেই ধোঁয়াশা কাটাতেই গুজরাটে নিয়ে গিয়ে তাঁর নারকো পরীক্ষা করাতে চায় তদন্তকারীরা। ইতিপূর্বে তাঁর পলিগ্রাফ হয়েছিস। কিন্তু নারকো পরীক্ষা করাতে রাজি হয়নি সন্দীপ। এবার শিয়ালদহ আদালতের দ্বারস্থ হল সিবিআই। এই মামলায় ইতিমধ্যে বেশ কয়েক জনের পলিগ্রাফ টেস্ট করিয়েছে সিবিআই।
এবার টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকেও পরীক্ষা করতে চায় তারা। আদালতে পেশের পরই এই মর্মে আবেদন জানিয়েছেন তদন্তকারীরা। আইনি অনুমতি মেলে কি না সেদিকে তাকিয়ে সিবিআই।উল্লেখ্য, আর জি কর কাণ্ডে ইতিমধ্যেই প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ-সহ আরও বেশ কয়কজনের পলিগ্রাফ পরীক্ষার অনুমতি দিয়েছে শিয়ালদহের অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট (এসিজেএম) আদালত।
সেই মতো তাঁদের পলিগ্রাফ টেস্টও হয়েছে। পলিগ্রাফ টেস্ট হয়েছে এই কাণ্ডে গ্রেপ্তার হওয়া মূল অভিযুক্ত সঞ্জয় রায়েরও। সূত্রে প্রকাশ , এদের পলিগ্রাফ টেস্টে একাধিক বিছিন্ন জবাব মিলেছে। অন্যদের বয়ানের সঙ্গে সঞ্জয় ও সন্দীপের বয়ান মিলিয়ে দেখা হয়েছে। পলিগ্রাফ পরীক্ষাতে সন্দীপের জবাবও কিছুটা বিছিন্ন জবাব মিলেছে। সেই জট কাটাতে এবার তাঁর নারকো পরীক্ষা করতে চাইছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।