রহমতুল্লাহ, মুর্শিদাবাদ: ১৯৭৭ সালে শুরু হয় লালগোলা পানিশালা নতুন দিয়াড় প্রাথমিক বিদ্যালয়ের পথ চলা, সেই সময়ে দুটো মাটি তৈরি ঘরেরই স্কুলের পঠন পাঠন শুরু হয়েছিল। বর্তমানে বহু বছর কেটে গেছে এই স্কুলের ২০২৪ সালে দাঁড়িয়ে এই স্কুলের পরিকাঠামো দেখলে আপনিও রীতিমতো অবাক হবেন। দোতলা প্রাথমিক বিদ্যালয়ে রয়েছে বেশ কয়েকটি ক্লাসরুম, অফিস রুম, সিসি টিভির আওতাই রয়েছে এই বিদ্যালয়, নামিদামি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান কেও হার মানাবে পানিশালা এই সরকারি প্রাথমিক বিদ্যালয়, স্কুলের পরিকাঠামো যেমন উন্নত তেমনি ছাত্র-ছাত্রীদের পঠন পাঠনের ব্যবস্থাও উন্নত।
শুক্রবার এই স্কুলে রবীন্দ্র- নজরুল মঞ্চের শুভ উদ্বোধন করেন লালগোলা চক্র অবর বিদ্যালয় পরিদর্শক নিবেদিতা ঘোষ, এছাড়াও উপস্থিত ছিলেন নশীপুর পঞ্চায়েত প্রধান সামসুদ্দিন সেখ, অত্র বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আনিসুর রহমান খান, মোঃ নেশফুল হক, লালন সেখ প্ৰমুখ।
এ দিনের রবীন্দ্র- নজরুল মঞ্চে উদ্বোধনে ছাত্র-ছাত্রী সহ অভিভাবক-অভিভাবিকাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।