পুবের কলম ওয়েবডেস্কঃ মাত্র বছর পাঁচেক আগেও দেখা মিলেছে পাবলিক কল অফিস বা পিসিওর। কাঁচের ছোট্ট ঘেরা জায়গায় পয়সা দিয়ে মিলত ল্যান্ডফোনে কথা বলার সুযোগ।
তবে স্মার্ট ফোন আর ইন্টারনেটের অবিশ্বাস্য উত্থানে আজ হারিয়ে গিয়েছে এই সব পিসিও।
তবে এখনও বিভিন্ন গ্রামাঞ্চলে ইন্টারনেট সহজলভ্য নয়, দ্রুত গতির ইন্টারনেট সংযোগ পাওয়া সমস্যা। অথচ এখন দুনিয়া মুঠোফোন আর ইন্টারনেটেই বন্দী। ডিজিটাল দুনিয়ায় সেসব জায়গায় ইন্টারনেটের প্রয়োজন অনেকেরই। তাহলে উপায়? সমস্যা সমাধানে এগিয়ে এসেছে কেন্দ্রীয় সরকার। ঠিক পাবলিক টেলিফোন বুথের মতোই যাতে একটি নির্দিষ্ট জায়গায় সবাই ডেটা ব্যবহারের সুযোগ পান, তার জন্য গত বছর একটি প্রকল্প আনে কেন্দ্র। তার নাম ‘পিএম-ওয়ানি’।
প্রকল্পের মূল কথা ‘ওয়াইফাই অ্যাকসেস নেটওয়ার্ক ইন্টারফেস’। এক্ষেত্রে একটি নির্দিষ্ট জায়গায় ওয়াইফাই পরিকাঠামো গড়বে টেলিকম সংস্থা। সেখানে নিজের নাম নথিভুক্ত করে ডেটা ব্যবহার করতে পারবেন গ্রাহক। একটি নির্দিষ্ট এলাকার মানুষ একযোগে সেই ডেটার সুবিধা পাবেন।
শুক্রবার হুগলি আর পূর্ব বর্ধমানে শুরু হল পিএম ওয়ানি পরিষেবা। বিএসএনএল জানিয়েছে, কেউ যদি একদিনের জন্য ডেটা চান, তাহলে তাঁর খরচ ন’টাকা। সে. টাকায় তিনি এক জিবি ডেটা পাবেন। একইভাবে তিন দিনের জন্য মোট তিন জিবি ডেটার খরচ ১৯ টাকা। সাত দিনের খরচ ৩৯ টাকা। ডেটা মিলবে সাত জিবি। ১৫ দিনে ১৫ জিবি ডেটার খরচ ৫৯ টাকা। ৩০ দিনে ৩০ জিবি ডেটার খরচ ৬৯ টাকা।