পুবের কলম প্রতিবেদকঃ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া দ্রুত করার দাবিতে বিক্ষোভ দেখালেন চাকরীপ্রার্থীরা। বুধবার কলকাতা প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ দেখান চাকরীপ্রার্থীদের একাংশ। ২০০৯ সালে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় বসেছিলেন ওঁরা। এর মধ্যে প্রত্যেকেই ২৪ পরগনার বাসিন্দা। তাদের অভিযোগ– প্রত্যেকেই টেট পরীক্ষায় পাশ করেছিলেন। তাদের ইন্টারভিউ হওয়া সত্বেও নিয়োগ করা হয়নি। এই নিয়োগ সম্পর্কে শিক্ষা দফতর জানিয়েছে, কোর্টে মামলা চলছে। তাই নিয়োগ দেওয়া সম্ভব হচ্ছে না। মামলার সমস্ত জট কাটলেই নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছে শিক্ষা দফতর।
চাকরি প্রার্থীরা জানান, ২০০৯ সাল থেকে নিয়োগ দেওয়া হয়নি। দ্রুত নিয়োগ দেওয়ার আর্জি জানিয়েছেন তাঁরা।
প্রসঙ্গত, ১০ ডিসেম্বর প্রাথমিক শিক্ষা পর্ষদের সামনে বিক্ষোভ দেখান চাকরী প্রার্থীরা। এদিকে ২০১৪ সালেও প্রাথমিকে পাশ করেছে– তাঁরাও চাকরির দাবি জানিয়েছেন। এদিকে টেট উত্তীর্ণ প্রার্থীরা শংসাপত্রের দাবিতে হাইকোর্টে মামলা করেন।