পুবের কলম, ওয়েবডেস্কঃ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্রে পরীক্ষার্থীদের নাম লেখার অবাঞ্ছিত নিয়ম বাতিল করার অনুরোধ জানিয়ে আগামী ১৭ ডিসেম্বর একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছে। এই বৈঠকে মূল উদ্যোক্তা হলেন প্রফেসর সইফুল্লা ও প্রফেসর মুহাম্মদ আফসর আলি।
একটি আবেদন পত্রে প্রায় ৪০টি সংস্থার পক্ষ থেকে রাজ্যের শিক্ষামন্ত্রী, স্কুল শিক্ষা বিভাগ, ও সরকারের উদ্দেশ্যে এই নিয়ম বাতিলের আবেদন জানিয়ে স্বাক্ষর করা হয়। এই আবেদনে আরও জানানো হয়েছে, রাজ্যের পাশাপাশি জাতীয় স্তরে পরিচালিত অন্যান্য সমস্ত পরীক্ষায় যেমন পরীক্ষার্থীদের নিবন্ধন নম্বর এবং রোল নম্বর লেখা হয়, এই দুটি পরীক্ষায় সেই নিয়ম চালু করা হোক। এতে গোপনীয়তার সঙ্গে আপোস করা বন্ধ হবে, ও শিক্ষার্থীদের প্রকৃত মূল্যায়নের নিরপেক্ষতা বজায় থাকবে। শুক্রবার ২টো এই সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছে। সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।