কলকাতাThursday, 3 October 2024
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ

বারুইপুরে অষ্টম শ্রেণীর স্কুল ছাত্রীকে যৌন হেনস্থা, গ্রেফতার স্কুলশিক্ষক

mtik
October 3, 2024 6:30 pm
Link Copied!

উজ্জ্বল
বন্দ্যোপাধ্যায়,বারুইপুর : আর জি কর কাণ্ড নিয়ে যখন সারা দেশে প্রতিবাদের ঝড় চলছে,
তারই মাঝে বারুইপুরে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে এবার গ্রেফতার হলেন এক স্কুলশিক্ষক।
অভিযোগ, বাড়ির ছাদে পড়ানোর সময় অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে একাধিক বার যৌন হেনস্থা
করেন অভিযুক্ত। ছাত্রীর পরিবারের তরফে বারুইপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল। তাঁর
ভিত্তিতেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।


ধৃতের
পরিবার ও বারুইপুর থানার পুলিশ সূত্রে খবর,অভিযুক্ত ব্যাক্তি পদার্থবিদ্যার শিক্ষক।
বারুইপুরের একটি স্কুলে শিক্ষকতা করেন তিনি। তা ছাড়া বাড়িতেও ছাত্র ছাত্রীদের পড়ান।
অভিযোগ, বাড়ির ছাদে পড়ানোর সময় অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে যৌন হেনস্থা করেন তিনি।
এক প্রতিবেশী সেটা দেখে ফেলেন। তিনি ছাত্রীর পরিবারকে ওই ঘটনার কথা জানান। ছাত্রীর
অভিভাবকেরা ওই শিক্ষককে এ নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি অভিযোগ অস্বীকার করেন।


এর
মধ্যে ওই ছাত্রীও বাড়ি থেকে বেরনো প্রায় বন্ধ করে দেয়। এমন কি, স্কুলেও সে যেতে চাইত
না বলে দাবি করেছে পরিবার।


ঐ ছাত্রীর
পরিবারের এক সদস্য জানিয়েছেন, প্রথম প্রথম অভিযোগ উড়িয়ে দিলেও পরে ‘দুষ্কর্মের কথা’
স্বীকার করেন ওই শিক্ষক।


আরজি
করের ঘটনার প্রতিবাদে বারুইপুরে প্রতিবাদ মিছিলে নেমেছিল শিক্ষক সমাজ। সেখানে একজন
শিক্ষক এমন ঘটনায় অভিযুক্ত হওয়ায় শুরু হয়েছে শোরগোল।


বারুইপুর
পুলিশ জেলার এসডিপিও অতীশ বিশ্বাস বলেন, ‘‘অভিযোগের ভিত্তিতে সোমবার এক জনকে গ্রেফতার
করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু হয়েছে।’’ধৃতকে
মঙ্গলবার আদালতে পেশ করা হবে বলে পুলিশ সূত্রে খবর।